সম্পাদকীয়
আমার মনের যে ইচ্ছে, স্বাধ- সেতো আমার দেশেরই তরে। এ ইচ্ছে অনুভূতি আর প্রত্যয়কে কাজে লাগাতে চাই দেশের জন্যে। আমার চিন্তা, চেতনা, বুদ্ধি ও সৃষ্টিশীলতা তাই পথ খুঁজে ফিরে দিবানিশি। এদেশকে উন্নত করতে আমার মত হাজারো প্রাণ প্রতিনিয়ত চেষ্টা করে চলছে দেশের সব প্রান্ত থেকে সব সময়। সেই ১৯৭১ সালে রেসকোর্স থেকে ভেসে আসা সুরে লক্ষ প্রাণ যেভাবে বাজি রেখেছিল নিজেদের জীবন, যৌবন; সেভাবেই স্বপ্ন বুনে বুনে পথ চলতে চাই আবারো। সেদিনের সে সুরের মুর্ছনায় মাতোয়ারা বাংলার দামালরা, আবারো হাতে হাত রেখে এগিয়ে নিয়ে যেতে চায় প্রিয় জন্মভূমি বাংলাদেশকে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিতে।
বাবার কোলে অ আ ক খ এর মধ্য দিয়ে প্রতিটি শিশুর বাংলার যে বুলি শেখা, সে বুলি দিয়েই মনের অজস্র কথামালার গাঁথুনি দিতে দিতেই বেড়ে ওঠে সে। সে গাঁথুনির মধ্যে গ্রথিত থাকে এ মাটির মায়া মমতা আর শ্রদ্ধা। চেনা-অচেনা, জানা-অজানা বীর সেনানীরা বুকের টকটকে লালরক্ত সবুজ জমিনে ঢেলে দেয়ার মধ্য দিয়ে সেদিন যে চেতনা তৈরি করেছিলেন, সে চেতনার কোমল স্পর্শেই ধীরে ধীরে পূর্ণতা পেতে থাকে এ প্রচেষ্টা। সময়ের আবর্তে আসে শৈশব থেকে কৈশোর, কৈশোর পেরিয়ে টগবগে তারুণ্য। সময়ের চলনে আরো বয়স বেড়ে চামড়া ভাঁজ হয়ে গেলেও মনের দৃঢ়তা তারুণ্যকে গত হতে দেয় না।
এদেশকে এগিয়ে নিতে মনের উচ্ছ্বলতায় প্রতিনিয়ত তৈরি হয় সৃষ্টিশীল উদ্ভাবন আর নতুন নতুন ভাবনা। এসব তরুণদের হাতের স্পর্শে গড়ে ওঠা দেশের ইতিহাসের সেরা সাহসী ঘটনাগুলো ধারণ করেছে ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধ, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন। এসব জায়গাতেই দেশের তরে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল তরুণ সমাজ। সব সময়ই তারুণ্যের টগবগে রক্তের উচ্ছ্বলতায় আন্দোলিত হয়েছে পুরো দেশ, সমগ্র জাতি। দেশের তরে তরুণদের সে উচ্ছ্বাসকে আমরা ব্লগ একাত্তর টিম ধরে রাখতে চাই, আরো বাড়াতে চাই, তুলে ধরতে চাই তাদের তারুণ্য...।
তথ্য প্রযুক্তির উন্নয়নের কল্যাণে আজ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ইন্টারনেট। আর এ প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহার করছে তরুণ সমাজ। 'তরুণ' শব্দটিকে আমরা বয়সের ফ্রেমে বন্দী করতে চাই না। উচ্ছ্বল হৃদয়ের প্রত্যেক স্বাধীনচেতা ব্যক্তিই আমাদের কাছে তারুণ্যের প্রতীক। তরুণদের উচ্ছ্বাসে আন্দোলিত হোক ইন্টারনেট তরঙ্গ, সত্যি হয়ে উঠুক ব্লগ একাত্তরের শ্লোগান 'তরঙ্গে তারুণ্যের উচ্ছ্বাস'।
ক্ষুরধার যুক্তিনির্ভর টেক্সট ব্লগিং, মনের অভিব্যক্তি সুচারুরূপে ফুটিয়ে তুলতে ছবি ব্লগিং আর হৃদয়ের প্রতিটি ছন্দ প্রকাশে ভিডিও ব্লগিং হয়ে উঠুক দেশ গড়ার হাতিয়ার। তারুণ্য জেগে উঠুক উচ্ছ্বাসে। হ্যাপি ব্লগিং...