‘ব্লগ একাত্তরে’ আপনাকে স্বাগতম!

 

বাংলা ব্লগ অঙ্গণে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে 'ব্লগ একাত্তর'। এখানে কিছু সুবিধা যোগ করা আছে যা আমরাই প্রথম ব্লগারদের সামনে উপস্থাপন করছি। তাই নতুন-পুরাতন সব ব্লগারকেই এই নির্দেশিকাটি পড়া দরকার। আশা করছি এই নির্দেশিকাটি আপনার ব্লগিং এ সহযোগীতা করবে। ব্লগ একাত্তরে আপনার সময়গুলো আনন্দময় হবে বলে আশা করছি।

 

 

 

দুইভাবে ‘ব্লগ একাত্তর’ ব্যাবহার করা যাবে-

ক- ‘রেজিষ্টার্ড ইউজার’ বা ব্লগার
খ- ভিজিটর বা রিডার

1- login-resitration

 

রেজিস্ট্রেশনের নিয়ম-
ব্লগের একদম ওপরে ডান পার্শ্বে; ‘লগইন’- এ ক্লিক করে একাউন্ট খুলুন অপশন থেকে খুব সহজে রেজিস্ট্রেশন করুন।

 1-2 login-resitration -2

 

এক্ষেত্রে ওপরের সিম্পল ফরমটি পূরণ করেই আপনি হতে পারেন ‘ব্লগ একাত্তরের’ একজন সম্মানিত ব্লগার।

 1

 


হোমপেজ পরিচিতি

‘ব্লগ একাত্তরের’ একদম ওপরের সারিতে রয়েছে বিভাগ, সম্পাদকীয়, মতামত এবং জেনে নিন। এর ঠিক পাশেই বার্তা, অন্যান্য নোটিফিকেশন এবং ব্লগারের প্রোফাইল অপশন। বিভাগে গিয়ে নির্দিষ্ট বিভাগে ক্লিক করে আপনি ঐ বিভাগের ওপর লিখিত সকল ব্লগগুলো এইসাথে পাবেন।
‘বিভাগ’- এখান থেকে ব্লগ একাত্তরের যেকোন বিভাগে ক্লিক করে সেই বিভাগের ওপর লিখিত লেখাগুলো একত্রে পড়তে পারবেন।
 সম্পাদকীয় পড়তে  এখানে ক্লিক করুন।


 2-1- motamot

‘মতামত’ এই অপশনে গিয়ে আপনি আপনার মতামত, দৃষ্টিভঙ্গি, পরামর্শ, মন্তব্য, অভিযোগ ইত্যাদি সরাসরি ‘ব্লগ একাত্তরের’ এডমিন প্যানেলকে জানাতে পারবেন।
 

2-2 jene nin

 

জেনে নিন- এখানে পাবেন,
নোটিশবোর্ডব্লগ একাত্তর  কর্তৃপক্ষ থেকে প্রদত্ত বিভিন্ন নোটিশ গুলো দেখা যাবে এখানে।

ব্লগ একাত্তর নীতিমালা

ব্লগ একাত্তর ব্যবহার নির্দেশিকা

সাধারণ প্রশ্নোত্তর- ব্লগ সংক্রান্ত সাধারন প্রশ্নোত্তর গুলো এখানে পাবেন।

বাংলায় লিখতে শিখুন 

 

 

2-3 barta-profile copy

 

মন্তব্য- আপনার পোস্টে কেউ মন্তব্য করলে তা সংখ্যা আকারে উজ্জ্বল হয়ে প্রদর্শিত হবে। প্রত্যেকটি মন্তব্য না পড়া পর্যন্ত নোটিশ আকারে প্রদর্শিত হতে থাকবে।


‘বার্তা’- এখানে ব্লগাররা একে অপরকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠাতে পারবেন। আপনার কাছে কোন ব্লগার বার্তা পাঠালে তা সংখ্যা আকারে, উজ্জ্বল হয়ে এখানে প্রদর্শিত হবে। এছাড়া মন্তব্য এবং অন্যান্য নোটিসের জন্য নোটিফিকেশনগুলো এখানে প্রদর্শিত হবে।

নোটিশ- ব্লগ কর্তৃপক্ষ যদি আপনাকে কোন বার্তা পাঠায় তাহলে তা নোটিশে উজ্জ্বল হয়ে প্রদর্শিত হবে।

‘অন্যান্য নোটিফিকেশন’ (‘?’)- আপনার ব্লগ সংক্রান্ত বিজ্ঞপ্তি; যেমন- পছন্দ, রেটিং, প্রিয়তে রাখা ইত্যাদি সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি জানতে পারবেন। যা ‘বার্তার’ মতই উজ্জ্বল হয়ে সংখ্যা আকারে এখানে প্রদর্শিত হবে।

 

4- profile copy

 


‘প্রোফাইল’- এখান থেকে আপনি সরাসরি আপনার প্রোফাইলে যেতে পারবেন। আপনার ‘ফলো’-কৃত ব্লগার এবং ফলোয়ার ব্লগারের সংখ্যা, আপনার টেক্সট ব্লগ সংখ্যা, ছবি ব্লগ সংখ্যা, ভিডিও ব্লগ সংখ্যা এখানে প্রদর্শিত হবে। আপনি চাইলে এখান থেকেই নিজের প্রোফাইল পাতায় যেতে পারবেন।
‘ব্লগ একাত্তরের’  ‘লগ আউট’ অপশনটি এখানেই পাবেন।
 

 

4-1 social media


‘স্যোসাল মিডিয়া লিঙ্ক’- ব্যানার অংশের বাম পাশে বিভিন্ন স্যোসাল মিডিয়ায় ‘ব্লগ একাত্তরের’ চ্যানেল লিংক রয়েছে।
‘স্ক্রল’- চলমান সপ্তাহে সর্বাধিক রেটিংপ্রাপ্ত ব্লগ গুলোর শিরোনাম স্ক্রল করে ‘ব্লগ একাত্তরের’ ব্যানারের ঠিক নিচের অংশে প্রদর্শণ করা হবে।
‘সার্চ বক্স’- ‘স্ক্রলের’ পাশেই রয়েছে ‘সার্চ বক্স’। এখানে আপনি চাইলে ‘ব্লগার’ কিংবা ‘ব্লগ’ যেকোন অপশনে সার্চ করতে পারবেন।
“বাংলা ফন্ট সমস্যা”- ‘সার্চ বক্সের’ ঠিক নিচে রয়েছে এ অপশনটি। বাংলা ফন্ট সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন। 

 

 

5- scroll-blog likhun

 

‘ব্লগ লিখুন’- ‘স্ক্রল’ অপশনের ঠিক নিচেই রয়েছে এ অপশনটি। এক্ষেত্রে ‘ব্লগ একাত্তর’ ব্লগিং জগতে নিয়ে এসেছে ব্যাতিক্রমী উন্নয়ন। এখন থেকে শুধু মাত্র ‘ব্লগ একাত্তরেই’ টেক্সট ব্লগ কিংবা সাধারণ ব্লগের পাশাপাশি আপনি ছবি ব্লগ কিংবা ভিডিও ব্লগ তৈরি করতে পারবেন সম্পূর্ণ আলাদা আঙ্গিকে।
ব্লগ লিখার ক্ষেত্রে মুহুর্তেই লিখুন মন খুলে, যখন যেখানে ইচ্ছে তখন সেখানেই! সাথেই পাবেন ব্লগিং স্পেস- ‘ব্লগ লিখুন’!

 

 

6- blog likhun,tag-trend


‘ট্যাগ ও ট্রেন্ড’-
‘ব্লগ একাত্তরে’ আপনার ব্লগটিও যুক্ত হবে ‘ট্রেন্ড’ এর সাথে! এক্ষেত্রে ‘ট্রেন্ড ও ট্যাগ’ অপশনটি ব্যবহার করতে হবে। ফলে, এবার ব্লগিং আনন্দ হবে আরও বিস্তৃত! আলোচিত ৭ টি শব্দকে (ট্রেন্ড) ট্রেন্ড অংশে প্রদর্শন করা হবে। তাছাড়া সাধারন ট্যাগ ধারনাও এর অন্তর্ভূক্ত হবে। ফলে ট্রেন্ডের জন্য দেয়া শব্দ বা শব্দমালাই আসলে ট্যাগ হিসেবে সার্চ ইঞ্জিন কর্তৃক গৃহীত হবে। এর মাধ্যমে সহজেই আপনি জানতে পারবেন এই মুহুর্তে সবচেয়ে আলোচিত বিষয়গুলো কি কি? 

 

 

7- mulpata-video blog dekhar option copy


ব্লগ দেখার সুবিধা-
‘ব্লগ লিখুন’ অপশনের ঠিক নিচেই রয়েছে আরেকটি ভিন্ন মাত্রার সুবিধা! এখন থেকে আপনি চাইলে সকল ব্লগ কিংবা টেক্সট ব্লগ কিংবা শুধু ছবি ব্লগগুলো একত্রে দেখতে পাবেন। চাইলে একসাথে দেখতে পাবেন ভিডিও ব্লগগুলোকে! তাছাড়া ‘নবাগত ব্লগারদের’ ব্লগগুলোও দেখতে পাবেন। দেখতে পাবেন শুধুমাত্র আপনার ‘প্রিয়জনদের’ ব্লগগুলো একই পাতায়, একসাথে! তাছাড়া ‘নির্বাচিত ব্লগগুলো’ দেখার সুবিধা তো থাকছেই!

নবাগত ব্লগার পাতা- ‘নবাগত ব্লগারদের’ বিশেষ মনিটরিং এ রাখার স্বার্থে প্রাথমিক ভাবে তাদের ব্লগগুলো প্রথম পাতায় প্রকাশ করা হবেনা। এজন্য ‘ব্লগ একাত্তরের’ রয়েছে বিশেষ একটি নবাগত ব্লগার পাতা। মানসম্মত ব্লগ নিশ্চিত কল্পে এ পাতা থেকেই মূল পাতায় স্থান পাওয়ার সুযোগ দেয়া হবে।

 

8- shorbadhik pothit-alochito


শ্রেণীবদ্ধ আকারে ব্লগ দেখার অপশনটির ঠিক ডান পার্শ্বেই পাবেন ব্লগে ‘সর্বাধিক পঠিত’ ব্লগের একটি তালিকা। যে ব্লগগুলো সবচেয়ে বেশী পড়া হয়েছে সেগুলোই ‘সর্বাধিক পঠিত’ তালিকায় থাকবে। এখানে ‘সর্বাধিক আলোচিত’ ব্লগগুলোর তালিকাও পেতে পারেন আপনি। যে ব্লগগুলোতে সবচেয়ে বেশী কমেন্ট বিনিময় হয়েছে সেগুলোই ‘সর্বাধিক আলোচিত’ তালিকায় থাকবে। উভয় ক্ষেত্রেই ১০ টি ব্লগের শিরোনাম হোম পেজে প্রদর্শিত হবে।

 

9-1 mul blog ongsho

‘ব্লগ একাত্তরের’ মূল ব্লগ অংশ- ‘সর্বাধিক পঠিত’ ও ‘সর্বাধিক আলোচিত’ অংশের ঠিক বাম পাশ থেকেই শুরু- ‘ব্লগ একাত্তরের’ মূল ব্লগ অংশ।

 


  9-2 pin post


‘পিন পোস্ট’- সর্বপ্রথমে ‘পিন পোষ্ট’ প্রদর্শিত হবে। এরপর থেকে সময়ের ক্রমধারার আলোকে আপনার লিখা ব্লগটি প্রদর্শিত হবে। প্রতিটি ব্লগের সর্বশেষ দুটি মন্তব্য হোম পেজে ব্লগ প্রিভিউ-এর সাথেই দেখা যাবে। কোন জনগুরুত্বপূর্ণ পোস্ট অ্যাডমিনরা চাইলে পিন পোস্ট করতে পারেন।  

 

10- samprotik montobbo

‘সাম্প্রতিক মন্তব্যসমূহ’- ব্লগের ঠিক ডান পার্শ্বে ক্রমধারা অনুসারে ‘সাম্প্রতিক মন্তব্য’ সমূহ দেখতে পাবেন।

 

11- trend-online status


‘ট্রেন্ড প্রদর্শণী’- সাম্প্রতিক মন্তব্য অংশের ঠিক নিচেই রয়েছে ব্লগ জগতের আরেকটি নতুন সংযোজন ‘ট্রেন্ড প্রদর্শণী’! ঠিক ঐ মুহুর্তে ব্লগে চলমান ট্রেড এখানে প্রকাশিত হবে। সেই ট্রেন্ড শব্দ/শব্দমালায় ক্লিক করলে ট্রেন্ড সংশ্লিষ্ট ব্লগগুলো একত্রে প্রদর্শিত হবে। ট্রেন্ড অপশনের নিচেই দেখা যাবে

‘অনলাইনে আছেন’- ‘ব্লগ একাত্তরের’ ব্লগার ও ভিজিটরের বর্তমান অনলাইন স্ট্যাটাস।

 

12- sorboshesh upadhi prapto
‘সর্বশেষ উপাধিপ্রাপ্ত’- অনলাইন স্ট্যাটাসের ঠিক নিচে রয়েছে ব্লগ অঙ্গনের আরেকটি নূতনত্ব! সর্বশেষ উপাধিপ্রাপ্ত ব্লগারদের তালিকা। ব্লগিং পারফর্মেন্সের আলোকে ব্লগারগণ এ উপাধি অর্জণ করবেন। ব্লগে সর্বশেষ উপাধিপ্রাপ্ত ব্লগারদের তালিকা প্রদর্শিত হবে এখানে। নিচে উপাধিপ্রাপ্তি ও বিসর্জনের নিয়মাবলি দেয়া হল-

 

 

উপাধি প্রাপ্তির নিয়মাবলি-


রেটিং অপশন ও মান নির্ধারণঃ
একাউন্ট ওপেন - ১০
ব্লগ লিখা - ১০ (প্রতিটি ব্লগ যা ১০০/২০০ অক্ষরের/শব্দের উপর )
লাইক ১ (প্রতিটি লাইকে)
শেয়ার ১ ( প্রতিটি শেয়ারে)
রিপোর্ট ১ (নিগেটিভ মান)
রেটিং (১-৫) ব্লগে প্রাপ্ত গড় রেটিং সমুহের গড় রেটিং

 

উপাধি ও ক্রমানুসারে পদবিঃ
১. শিক্ষানবীশ (০-৯৯ পয়েন্ট)
যারা শিক্ষানবিশ থাকবেন তাদের পোস্ট মূল পাতায় প্রকাশিত হবেনা। তাদের লেখাগুলো নবাগত পাতায় প্রকাশিত হবে। তবে তারা যেকোন ব্লগেই লাইক কমেন্ট করতে পারবেন। আর এভাবে নবাগত পাতায় পোস্ট করে ও অন্যান্য ব্লগে কমেন্ট করে শিক্ষানবীশ ব্লগার খুব সহজেই ১০০ পয়েন্ট অর্জন করে ‘কলম সৈনিক’ উপাধি পেতে পারেন। এরপর থেকে তিনি মূল পাতায় লেখার সুবিধা পাবেন।


২. কলম সৈনিক (১০০-০৯৯৯ পয়েন্ট)


৩. কলম প্রতিক (১০০০-২৯৯৯ পয়েন্ট)


৪. কলম বিক্রম (৩০০০-৩৯৯৯ পয়েন্ট)


৫. কলম উত্তম (৬০০০-৯৯৯৯ পয়েন্ট)


৬. কলম শ্রেষ্ট (১০০০০-উপরে পয়েন্ট)



  13- nobagoto blogger
এই অংশের নিচেই নবাগত ব্লগারদের তালিকা প্রদর্শিত হবে।


  14- ponjika archive


সবশেষে রয়েছে ক্যালেন্ডার- আর্কাইভ। এখানে যেকোন মাসের যেকোন তারিখে ক্লিক করে আপনি ফিরে যেতে পারেন সেই দিনের ব্লগগুলোতে!

 

 

15- shesh ongsho
ব্লগের একেবারে শেষে পরবর্তী পেজে যাবার অপশন রয়েছে।

এর নিচে ডান পার্শ্ব বরাবর দেখতে পাবেন ‘ব্লগ একাত্তর’ নীতিমালা জানার অপশন।
মতামত অপশন।
রয়েছে সম্পাদকীয় দেখার অপশন।

সর্বাধিক পঠিত ব্লগ, সর্বাধিক আলোচিত ব্লগ, নির্বাচিত বিভাগ দেখতে পারবেন ব্লগের এই সর্বশেষ অংশটিতেও।

 

 

 

কাঙ্ক্ষিত ব্লগারের পাতা পরিচিতি
 
যেকোন ব্লগার সম্পর্কে জানতে সেই ব্লগারের নাম বা প্রোফাইল পিকচারে ক্লিক করুন। আপনাকে ঐ ব্লগারের নিজস্ব পাতায় নিয়ে যাবে। এখানে সর্বপ্রথম ব্লগারের ব্যানার পিকচার এবং প্রোফাইল পিকচার দেখতে পাবেন।

‘বার্তা’- প্রোফাইল পিকচারের নিচে ব্লগারকে বার্তা পাঠানোর জন্য ‘বার্তা’ অপশন পাবেন।

‘প্রিয় করুন’, ‘ব্লক করুন’- এখানে ঐ ব্লগারকে আপনি আপনার ‘প্রিয়জন’ করতে পারবেন। কিংবা আপনার ‘প্রিয়জন’ তালিকা থেকে বাদ দিতে পারবেন। কিংবা ‘ব্লক করতে’ সক্ষম হবেন। অথবা আনব্লক করতে পারবেন।

‘(ব্লগার) সম্পর্কে’, ‘প্রিয় উক্তি’- এখানে ব্লগার সম্পর্কে তার নিজস্ব কথা এবং তার প্রিয় উক্তিটি দেখতে পারেন।

 

 

 

‘(ব্লগারের) তথ্য’- ব্লগারের সকল ব্লগ দেখতে পারবেন এখানে। ব্লগারের তথ্য যেমন- ব্লগারের পদবী, ‘ব্লগ একাত্তরে’ ব্লগারের ব্লগিং সময়কাল, সর্বমোট ব্লগ, ব্লগারের করা মোট মন্তব্য সংখ্যা, ব্লগারের প্রাপ্ত সর্বমোট মন্তব্য, ব্লগারের প্রিয় ব্লগ সংখ্যা, ব্লগারের প্রিয়জন সংখ্যা, ব্লগার যতজন ব্লগারের প্রিয়জন, ব্লগটির পঠন তথ্য, ব্লগারের অর্জিত পয়েন্ট, পরবর্তী পদবী এবং সেজন্য ব্লগারের প্রয়োজনীয় পয়েন্ট ইত্যাদি দেখা যাবে।
 
‘আমার প্রিয়জন’, ‘আমি প্রিয়জন’- এখানে ব্লগারের প্রিয়জন এবং ব্লগার যাদের প্রিয়জন তাদের সকলকে প্রোপিক আকারে দেখা যাবে। প্রোপিকের ওপর কার্সর নিয়ে গেলে ঐ ব্লগারের নাম প্রদর্শিত হবে।

 

 3- montobbo koresi-peyesi
‘ব্লগে সাম্প্রতিক মন্তব্য’- ব্লগারের যেসব ব্লগে সম্প্রতি মন্তব্য এসেছে, সেসব ব্লগ থেকে নূতনত্বের ক্রমধারা অনুসারে ৫ টি ব্লগের শিরোনাম এখানে প্রদর্শিত হবে।

‘সাম্প্রতিক মন্তব্য করেছি’- ব্লগারের সম্প্রতি মন্তব্যকৃত ব্লগগুলোর ৫ টি ব্লগ শিরোনাম আকারে দেখা যাবে। এক্ষেত্রে আগের মতন নূতনত্বের ক্রমধারা অবলম্বিত হবে।

 4- priyo blog-sorbadhik alochito
‘প্রিয় ব্লগ’- ব্লগারের প্রিয় ব্লগের তালিকা এবং ঐ ব্লুগারের নাম।

‘সর্বাধিক আলোচিত ব্লগ’- ব্লগারের ব্লগগুলোর মাঝে যেসব ব্লগ সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেগুলোর শিরোনাম এবং মন্তব্যের সংখ্যা এখানে প্রদর্শিত হবে।

  5- pothito-rating
‘সর্বাধিক পঠিত ব্লগ’- ব্লগারের ব্লগগুলোর মাঝে যেসব ব্লগ সবচেয়ে বেশি পঠিত হয়েছে সেগুলোর শিরোনাম এবং পঠন সংখ্যা এখানে প্রদর্শিত হবে।

‘সর্বাধিক রেটিং প্রাপ্ত ব্লগ’- ব্লগারের ব্লগগুলোর মাঝে যেসব ব্লগ সবচেয়ে বেশি রেটিং প্রাপ্ত হয়েছে সেগুলোর শিরোনাম এবং প্রাপ্ত রেটিং এখানে প্রদর্শিত হবে।

 


  6- shrenikoron kore dekha copy


তাছাড়া কাঙ্ক্ষিত ব্লগারের ক্ষেত্রেও ‘ব্লগ একাত্তরের’ নূতনত্বটি প্রযোজ্য হবে! অর্থাৎ, আপনি চাইলে কাঙ্ক্ষিত ব্লগারের সকল ব্লগ একসাথে দেখতে পারেন কিংবা কাঙ্ক্ষিত ব্লগারের শুধু টেক্সট ব্লগ, ছবি ব্লগ অথবা ভিডিও ব্লগগুলোকে আলাদা ভাবে দেখতে পারবেন ব্লগারের পাতায় এসেও!

 

 

1- apnar pata option

 

‘আপনার পাতা’ ও প্রোফাইল অপশন
 
‘আপনার পাতা’-‘ব্লগ একাত্তরের’ একেবারে ওপরের অংশে ‘প্রোফাইল পিকচারের’ নিচে আপনার পাতায় যাবার জন্য ‘আপনার পাতা’ অপশনটি পাবেন।

 



2- edit profile

 3- shompadona ongsho
‘এডিট প্রোফাইল’, ‘পাসওয়ার্ড চেঞ্জ’
‘আপনার পাতায়’ যাবার পর প্রথমেই পাবেন ‘এডিট প্রোফাইল’ অপশনটি। এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল সম্পাদনা এবং পাসওয়ার্ড পরিবর্তণ করতে পারেন।

 

 

 

 

4- blog lekha O shrenikoron


‘ব্লগ লিখুন’ সুবিধা এবং শ্রেণী অনুযায়ী ব্লগ দেখা- ‘আপনার পাতায়’ গিয়েও আপনি যেকোন স্থানে যেকোন সময় ব্লগ লিখতে স্বক্ষম হবেন। আপনি আপনার ব্লগগুলিকেও একত্রে কিংবা টেক্সট, ছবি বা ভিডিও ব্লগ অনুসারে দেখতে পারেন।



  5- amar tottho
‘আমার তথ্য’- আপনার বিবিধ তথ্য, যেমন- আপনার পদবী, ‘ব্লগ একাত্তরে’ আপনার ব্লগিং সময়কাল, সর্বমোট ব্লগ, আপনার করা মোট মন্তব্য সংখ্যা, আপনার প্রাপ্ত সর্বমোট মন্তব্য, আপনার প্রিয় ব্লগ সংখ্যা, আপনার প্রিয়জন সংখ্যা, আপনি যতজন ব্লগারের প্রিয়জন, আপনার ব্লগের পঠন তথ্য, আপনার অর্জিত পয়েন্ট, পরবর্তী পদবী এবং সেজন্য প্রয়োজনীয় পয়েন্ট ইত্যাদি দেখতে পারেন।
 

 

 

6- priyojon
‘আমার প্রিয়জন’, ‘আমি প্রিয়জন’- এখানে আপনি আপনার প্রিয়জন এবং আপনি যাদের প্রিয়জন তাদের সকলকে দেখতে পাবেন।


 

 

 

7- draft

 

 

 

‘আমার ড্রাফট সমূহ’- আপনার সংরক্ষণ করা ড্রাফটগুলি পাবেন এখানে।


  8- priyo blog copy

 

 


‘আমার প্রিয় ব্লগ’- আপনার প্রিয় ব্লগের তালিকা ও ব্লগারের নাম।

 9- samprotik montobbo copy


‘আমার সাম্প্রতিক মন্তব্য’- যেসব ব্লগে আপনি সম্প্রতি মন্তব্য করেছেন সেখান থেকে ৫ টি ব্লগ সময়ের ক্রমধারা অনুসারে এখানে প্রদর্শিত হবে।

‘আমার ব্লগে সাম্প্রতিক মন্তব্য’- আপনার যেসব ব্লগে সম্প্রতি মন্তব্য এসেছে সেসব ব্লগগুলোর ৫ টি ব্লগ সময়ের ক্রমধারায় এখানে প্রদর্শিত হবে।

  10- alochito pothito
‘আমার সর্বাধিক আলোচিত ব্লগ’- আপনার ব্লগগুলোর মাঝে যেসব ব্লগ সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেগুলোর শিরোনাম এখানে প্রদর্শিত হবে।

‘আমার সর্বাধিক পঠিত ব্লগ’- আপনার ব্লগগুলোর মাঝে যেসব ব্লগ সবচেয়ে বেশি পঠিত হয়েছে সেগুলোর শিরোনাম এখানে প্রদর্শিত হবে।

 

11- rating prapto
‘আমার সর্বাধিক রেটিং প্রাপ্ত ব্লগ’- আপনার ব্লগগুলোর মাঝে যেসব ব্লগ সবচেয়ে বেশি রেটিং প্রাপ্ত হয়েছে সেগুলোর শিরোনাম এখানে প্রদর্শিত হবে।

ব্লগ লিখন, সংকলন, ডিলিট, রেটিং প্রদান, মন্তব্য করন, লাইক প্রদান ইত্যাদি

 


  2- blog likha o draft kora

 

‘ব্লগ লিখুন’, ‘ড্রাফট’ হিসেবে সংরক্ষণ করুন- ‘ব্লগ একাত্তরের’ যেকোন স্থানে, যেকোন পেজে ‘ব্লগ লিখুন’ অপশনটি পাবেন। ফলে কোন বিষয়ে ভাবনা জাগার পর তা প্রকাশ কিংবা ড্রাফট করে রাখার জন্য অন্য কোথাও গমনের প্রয়োজন হবেনা। মুহুর্তেই লিপিবদ্ধ করতে পারবেন আপনার ভাবনাগুলো। তবে টেক্সট ব্লগ লেখার ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন সংখ্যার ক্যারেক্টারের শব্দ অবশ্যই লিখতে হবে।


ট্রেন্ড ও ট্যাগ সংযুক্তি- টেক্সট ব্লগ লেখার পর আপনি আপনার লেখার মূল বিষয়কে ট্যাগ ও ট্রেন্ডে সংযুক্ত করতে ‘ট্রেন্ড ও ট্যাগ’ অপশনটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে একাধিক ট্যাগ ব্যবহার করা যাবে।

 

 

3- chobi blog

 

4- chobi O video blog 
ছবি ব্লগ ও ভিডিও ব্লগ- ‘ব্লগ একাত্তরে’ টেক্সট ব্লগের পাশাপাশি আলাদা করে ‘ছবি ব্লগ’ এবং ‘ভিডিও ব্লগের’ সুবিধা পাচ্ছেন। ভিডিও ব্লগ তৈরির ক্ষেত্রে ‘আপাতত’ ইউটিউব ভিডিও লিংক দিয়ে ভিডিও ব্লগ গঠন করতে পারবেন।

 

 

 

5- bivag

 

‘বিভাগ’- যেকোন ব্লগ গঠনের পর বিভাগ সিলেক্ট করে দিতে পারবেন।

 

 

6- sadharon subidha


‘সাধারন সুবিধাগুলো’- তাছাড়া ব্লগ লিখার পর লিংক সংযুক্তি, ইমোর ব্যবহার, টেক্সটের ইতালিক স্টাইল, বোল্ড, আন্ডারলাইনের মত সাধারন সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন।

প্রিভিউ, ড্রাফট- ব্লগটি লিখার পর তা পোষ্টের আগে প্রিভিউ দেখা কিংবা তা ড্রাফট হিসেব সংরক্ষণ করতে পারবেন।

 

 

7- edit-delete copy

 

এডিট/ ডিলিট- ব্লগ প্রকাশের পর তা এডিট কিংবা ডিলিট করার সুযোগ থাকবে।

 

 

8-  rating, priyo, like


রেটিং প্রদান, লাইক করা এবং প্রিয় করা- ব্লগের মান ও পছন্দের আলোকে তাকে রেটিং প্রদান করা যাবে। তাকে প্রিয় হিসেবে সংরক্ষণ এবং লাইক করা যাবে।

 

 

9- report likhun

 


রিপোর্ট- কোন ব্লগের ব্যাপারে আপত্তি থাকলে তা বিস্তারিত আকারে রিপোর্ট করে এডমিন প্যানেলের দৃষ্টিগোচর করা যাবে

 

 


10- montobbo-proti montobbo copy


মন্তব্য, প্রতি মন্তব্য- এখানে মন্তব্য ও প্রতিমন্তব্য করার অপশন।

 

 

 

মুক্তিকামী বাঙালির সর্বাঙ্গীন বাঙালিয়ানা চর্চায়, একাত্তর চেতন। ‘ব্লগ একাত্তর’!