রেড ইন্ডিয়ানা ভালোবাসা দীর্ঘজীবি হোক!
সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যার বৈধতার ক্ষেত্রে অনেক বাংলাদেশী বলছেন, আপনি চোরাকারবারি করবেন আর ইন্ডিয়া কি বসে থাকবে!
আচ্ছা ফেলানি কি কোনো চোরাকারবারি/গরু চুরির সাথে সম্পৃক্ত ছিল?? না থাকলে আপনারা বলবেন, দু- একটি অঘটন ঘটতেই পারে। আর থাকলেতো মুচকি হেসে বলবেন ছিল। মানুষকে হত্যা করা হচ্ছে তার চেয়ে আপনাদের কাছে গুরুত্ব পায় চোরাকারবারি! বাহ! ইন্ডিয়ানজীবীগন বাহ!
আচ্ছা, চোরাকারবারিতে কি শুধু বাংলাদেশীরাই জড়িত? ভারতীয়রা কি এর থেকে মুক্ত? কোনোদিন কি শুনেছেন ভারতীয় কেউ বিএসএফের গুলিতে নিহত হয়েছে! চোরাকারবারির বিরুদ্ধে কি কোনো আইন আদালত নেই? বিচারের ব্যবস্থা নেই? নাকি মেরে ফেলাই এর সমাধান!
মুক্তিযুদ্ধকালীন এবং বর্তমান কিছু প্রেক্ষাপটে ইন্ডিয়ান অবদান অস্বীকার করা যায়না। তাই বলে পাকিস্তান বিরোধী মনোভাব দেখাতে গিয়ে ইন্ডিয়ার অনৈতিক কাজ যা আমাদের দেশ ও জাতির জন্য ক্ষতিকর তা কখনো সমর্থনযোগ্য হতে পারেনা।
ট্যাগ ও ট্রেন্ডঃ
আচ্ছা ফেলানি কি কোনো চোরাকারবারি/গরু চুরির সাথে সম্পৃক্ত ছিল?? না থাকলে আপনারা বলবেন, দু- একটি অঘটন ঘটতেই পারে। আর থাকলেতো মুচকি হেসে বলবেন ছিল। মানুষকে হত্যা করা হচ্ছে তার চেয়ে আপনাদের কাছে গুরুত্ব পায় চোরাকারবারি! বাহ! ইন্ডিয়ানজীবীগন বাহ!
আচ্ছা, চোরাকারবারিতে কি শুধু বাংলাদেশীরাই জড়িত? ভারতীয়রা কি এর থেকে মুক্ত? কোনোদিন কি শুনেছেন ভারতীয় কেউ বিএসএফের গুলিতে নিহত হয়েছে! চোরাকারবারির বিরুদ্ধে কি কোনো আইন আদালত নেই? বিচারের ব্যবস্থা নেই? নাকি মেরে ফেলাই এর সমাধান!
মুক্তিযুদ্ধকালীন এবং বর্তমান কিছু প্রেক্ষাপটে ইন্ডিয়ান অবদান অস্বীকার করা যায়না। তাই বলে পাকিস্তান বিরোধী মনোভাব দেখাতে গিয়ে ইন্ডিয়ার অনৈতিক কাজ যা আমাদের দেশ ও জাতির জন্য ক্ষতিকর তা কখনো সমর্থনযোগ্য হতে পারেনা।
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ১ টি