ফালতু সেন্টিমেন্ট,ফালতু দেশপ্রেম!
এখন বাংলাদেশে টমাটো সস টাইপের দেশপ্রেম আমার কাছে একটা ফালতু সেন্টিমেন্ট মনে হয়। বিশেষ করে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ব্যবসায়ী গোষ্ঠী আর চেতনাপ্রেমীদের দেশপিরিতি। আর আমরা সব নগরের কাকতাড়ুয়া হয়ে ট্রাফিক পুলিশের মত নির্বাক দাঁড়িয়ে থাকি। আমি বারবার বলবো এই দেশে দেশপ্রেম একটা ফালতু সেন্টিমেন্ট। খুন, গুম, হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি, রাষ্ট্রীয় সন্ত্রাস সব কিছুকে বৈধ করে দিচ্ছে এই ফালতু দেশপ্রেম।
দেশপ্রেমের চাইতে মানব প্রেমকে আমার বড় মনে হয়!কি বলেন,,,,,,,,,,,,,?
ট্যাগ ও ট্রেন্ডঃ
দেশপ্রেমের চাইতে মানব প্রেমকে আমার বড় মনে হয়!কি বলেন,,,,,,,,,,,,,?
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ১ টি
০৭ আগস্ট ’১৬ বিকাল ০৩:৫৪
দেশপ্রেমিক জুস, দেশপ্রেমিক চেয়ার, দেশপ্রেমিক হার্ড বোর্ডের ব্যবসা বেশ ভালো চলবে।