আর কত গোয়া মারবেন!
ভালোবাসার ছলে শুধু গোয়া মেরেই গেলেন, টেরই পেলাম। সেই প্রথম বর্ষ থেকে মাষ্টার্স শুধু ভালোবাসার বেড়াজালে পড়ে বারবার শারীরীক ও মানসিকভাবে কতবার যে নির্যাতিত হয়েছি ঠিক মনে করতে পারছিনা!এম এ পরীক্ষা শেষ হবার পরের দিন থেকেই যখন দেখলাম, আপনার আগের নাম্বারটা টোটালী বন্ধ তখন বুঝলাম,সবই ছিল ভালোবাসার নামে পুরুষালী জৈবিক চাহিদা মেটানো ছাড়া আর কিছুই নয়!
পড়াশোনা শেষ হবার পড়ে আবার কেমনে যেন আপনার মতই চারিত্রীক বৈশিষ্টের অধিকারী একজনের প্রেমে পড়ে গেলাম মনের অজান্তে! পার্থক্য শুধু সে একজন নারী! মানে হল গিয়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,? তার প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছিলাম যে,হিতাহিত জ্ঞানটুকুও হারিয়ে ফেলেছিলাম। তার চেতনানাশক ভালোবাসার ডাকে সাড়া দিতে গিয়ে বারবার আমি শারীরীক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছি,যেমন হয়েছিলাম আগের পুরুষ প্রেমিকের দ্বারা। তিনি এসেই ২০০৯ সালে আমার গণতান্ত্রিক চরীত্রকে ধর্ষণ করলো,তারপর শেয়াবাজার ধ্বংস করে আমার ব্যবসায়িক চরীত্রকে ধর্ষণ করলো,তারপর আমার হৃদপিন্ড ফেলানীকে খুন করে কাটাতারে ঝুলিয়ে সোনার বাংলার চরীত্রকে হরণ করলো,এরপর স্বাভা্বিক চিন্তাশক্তিকে হরণ করলো,খুন করলো রাজিব,অভিজিত,নিলয় সহ আরো অনেক সহদরকে! অবশেষে হাত দিয়েছে আমার কলিজা সুন্দরবনের ওপর! এটাও শেষ হয়ে যাবে আমারই প্রেমিকের দ্বারা কিন্তু হায় আমি নিরুপায়! হে চেতনানাশক ভালোবাসা,আর কত গোয়া গোয়া মারবেন!?
ট্যাগ ও ট্রেন্ডঃ
পড়াশোনা শেষ হবার পড়ে আবার কেমনে যেন আপনার মতই চারিত্রীক বৈশিষ্টের অধিকারী একজনের প্রেমে পড়ে গেলাম মনের অজান্তে! পার্থক্য শুধু সে একজন নারী! মানে হল গিয়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,? তার প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছিলাম যে,হিতাহিত জ্ঞানটুকুও হারিয়ে ফেলেছিলাম। তার চেতনানাশক ভালোবাসার ডাকে সাড়া দিতে গিয়ে বারবার আমি শারীরীক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছি,যেমন হয়েছিলাম আগের পুরুষ প্রেমিকের দ্বারা। তিনি এসেই ২০০৯ সালে আমার গণতান্ত্রিক চরীত্রকে ধর্ষণ করলো,তারপর শেয়াবাজার ধ্বংস করে আমার ব্যবসায়িক চরীত্রকে ধর্ষণ করলো,তারপর আমার হৃদপিন্ড ফেলানীকে খুন করে কাটাতারে ঝুলিয়ে সোনার বাংলার চরীত্রকে হরণ করলো,এরপর স্বাভা্বিক চিন্তাশক্তিকে হরণ করলো,খুন করলো রাজিব,অভিজিত,নিলয় সহ আরো অনেক সহদরকে! অবশেষে হাত দিয়েছে আমার কলিজা সুন্দরবনের ওপর! এটাও শেষ হয়ে যাবে আমারই প্রেমিকের দ্বারা কিন্তু হায় আমি নিরুপায়! হে চেতনানাশক ভালোবাসা,আর কত গোয়া গোয়া মারবেন!?
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ১ টি