সর্বাধিক রেটিং প্রাপ্ত

জামায়াতকে, অনৈসলামী দল ঘোষণা করা হোক

লিখেছেনঃ চে'র সাইকেল

বিভাগঃ রাজনীতি

সময়ঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৬ (মঙ্গলবার) বিকাল ০৫:৫৮

পঠিত ১৮২৩ লাইক ৪ প্রিয় ২
রিপোর্ট করুন
রেটিং করুন
আপনি কি এটা ডিলিট করতে আগ্রহী ?
ব্লগটি এডিট করুন
Close
মন্তব্য: ৭ টি

২৩ ফেব্রুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:০৬

সুকান্ত:  

এদেশে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ না করলে এরা বারবার ঘুরে ফিরে আসবে। নাম নয় আমার মতে এই ধরনের দল গঠনের মূল কন্সেপ্ট বিবেচনা করে সেটা বেআইনী ঘোষণা করা উচিৎ। পাশাপাশি ধর্মীয় উগ্রতাকে শক্ত হাতে দমন করা হোক।

রিপোর্ট করুন

২৩ ফেব্রুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:০৮

পাগলা বাবা:  

ধর্ম তো সব মানুষের কথা বলে। কিন্তু ধর্মের নাম ভাঙ্গিয়ে কিছু মানুষ অন্য মানুষের ওপর ঘৃণা ছড়ায়। আর ধর্মে ঘৃণার কাজে ব্যবহারের হাতিয়ার হল রাজনীতি। ধর্মের স্বার্থেই ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধ করা দরকার।

রিপোর্ট করুন

২৩ ফেব্রুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:১১

লাল গোলাপ:  

তাই না কি? কি দারুণ চেতনা ভাই আপনার ? রাতে ঘুম হয় তো ! না কি জামায়াতি চুলকানিতে ঘুমোতে পারেন না?

রিপোর্ট করুন

২৩ ফেব্রুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:১১

মাটির ময়না:  

এই ইস্যুতে একতাবদ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই। এমন গুরুতর ইস্যুর মাঝে মানিকের উদাহরন দিয়ে ছাত্রলীগকে টেনে আনার মানে হয়না। সব ঐতিহাসিক দলেই কিছু ভালো খারাপ আছে। তাই সেটা বিবেচনা করে ঐ লাইন গুলো বাদ দিতে অনুরোধ করব।

রিপোর্ট করুন

২৪ ফেব্রুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:৫৮

চিঙগিস খান:  

মানব ধর্মই যদি আসল হয় তাহলে তারা কি অমানুষ!যারা অপরাধ করেছে তাদের বিচার দাবি করছি

রিপোর্ট করুন

২৫ ফেব্রুয়ারি ’১৬ রাত ১২:৫৫

শুভ কবি:  

ঠিক

রিপোর্ট করুন
ছবি আপলোড করুন
ছবি আপলোড করুন