জামায়াতকে, অনৈসলামী দল ঘোষণা করা হোক
যে জামায়াত স্বাধীনতার বিরোধী,বাংলাদেশের স্বার্বভৌমত্বকে স্বীকার করেনা,স্বীকার করেনা গনতান্ত্রিক রীতি-নীতিকে,যে দল ইসলামের নামে মুসলীম নিধনে ব্যাস্ত সে দল আর যাই হোক ইসলামী দল হতে পারেনা। ধর্ষন কারীদের দল যদি হয় ইসলামী দল তাহলে জাহাঙ্গীরনগরের সাবেক ছাত্রলীগের নেতা ও ধর্ষণে সেঞ্চুরী পালনকারী জসিম উদ্দিন মানিক ও জামায়াতের নেতা কামারুজ্জামানের মধ্যে আমি কোন পার্থক্য দেখিনা। যে সংগঠনের সভাপতি,সেক্রেটারি থেকে শুরু করে উর্ধতন সকল নেতাই অনৈসলামী কাজে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্রমানিত হওয়ায় মৃত্যুদন্ডে দন্ডিত সেই সংগঠনকে নিষিদ্ধ করতে না পারলেও ইসলাম বিবর্জিত দল হিসাবে ঘোষণার দাবি জানাচ্ছি। যাতে করে ইসলামের দোহাই দিয়ে আর অপকর্ম করতে না পারে। ইনু-মেনু ও আপার কাছে জোড় দাবি জানাচ্ছি,জামায়াতকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করতে ব্যর্থ হলে অন্ততপক্ষে মহান জাতীয় সংসদে একটি যুগান্তকারী প্রস্তাবনা এনে সেটি পাশ করুন। প্রস্তাবনাটি হল,জামায়াতী ইসলামকে অনৈসলামী দল হিসাবে ঘোষণা করা। ধর্মভীরু কিন্তু অসাম্প্রদায়িক প্রতিটি বাঙ্গালীর হৃদয়ের দাবিও সেটি। ষোলকোটি বাঙ্গালী মুসলীম-অমুসলীম সকলের দাবি একটিই,জামায়াতে ইসলামকে অনৈসলামী দল হিসাবে ঘোষণা করা। যা বর্ত
মান সময়ের অন্যতম দাবি। ধর্মের নামে সকল অধর্ম নিপাত যাক,মানব ধর্মই আসল ধর্ম।
ট্যাগ ও ট্রেন্ডঃ
২৩ ফেব্রুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:০৬
এদেশে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ না করলে এরা বারবার ঘুরে ফিরে আসবে। নাম নয় আমার মতে এই ধরনের দল গঠনের মূল কন্সেপ্ট বিবেচনা করে সেটা বেআইনী ঘোষণা করা উচিৎ। পাশাপাশি ধর্মীয় উগ্রতাকে শক্ত হাতে দমন করা হোক।
২৩ ফেব্রুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:০৮
ধর্ম তো সব মানুষের কথা বলে। কিন্তু ধর্মের নাম ভাঙ্গিয়ে কিছু মানুষ অন্য মানুষের ওপর ঘৃণা ছড়ায়। আর ধর্মে ঘৃণার কাজে ব্যবহারের হাতিয়ার হল রাজনীতি। ধর্মের স্বার্থেই ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধ করা দরকার।
২৩ ফেব্রুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:১১
তাই না কি? কি দারুণ চেতনা ভাই আপনার ? রাতে ঘুম হয় তো ! না কি জামায়াতি চুলকানিতে ঘুমোতে পারেন না?
২৩ ফেব্রুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:১১
এই ইস্যুতে একতাবদ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই। এমন গুরুতর ইস্যুর মাঝে মানিকের উদাহরন দিয়ে ছাত্রলীগকে টেনে আনার মানে হয়না। সব ঐতিহাসিক দলেই কিছু ভালো খারাপ আছে। তাই সেটা বিবেচনা করে ঐ লাইন গুলো বাদ দিতে অনুরোধ করব।
২৪ ফেব্রুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:৫৮
মানব ধর্মই যদি আসল হয় তাহলে তারা কি অমানুষ!যারা অপরাধ করেছে তাদের বিচার দাবি করছি