আমি মানুষের কথা বলতে এসেছি
আমি মানুষের কথা বলতে এসেছি
আমি ঠেলাগাড়ির চাকার খবর নিয়ে এসেছি
আমি বলতে এসেছি, "আজ-
রুবেলের বাবার হাতে আঘাত লেগেছে"
আমি জানাতে এসেছি- "তসলিমার মা
আজ নির্যাতিত হয়েছেন"
আমি জানাতে এসেছি- "অন্তত ৭ জন শ্রমিক
আত্মহননের অভিপ্রায় লালন করছেন।"
আমি টেকনাফ থেকে তেতুলিয়ার শ্রমবাজার
নিয়ে কথা বলতে সুদূর ঢাকার বুকে এসেছি!
না আমার গায়ে দামী শাল নেই।
আমার হাতে চকচকে ঘড়ে ওঠেনি।
তবে আমিই সেগুলি তৈরি করি।
আমি ঐ চাষীর কথা বলব,
যার বলদ সপ্তাহ ধরে যন্ত্রণা কাতর!
বলব ওই মাঝির বক্তব্য,
যার নৌকার পাটাতন ধ্বসে পড়ছে!
মাননীয় প্রধানমন্ত্রী!
আপনি তাদের খেদমত করুন।
আপনি তাদের বশ্যতা মেনে নিন।
মাননীয় সচিব!
আপনার শিক্ষার কলম থেকে সনদ;
সবই তারা সরবরাহ করেছেন।
আমার পায়ের ধাপ বড্ড ভার বয়ে এনেছে
পিচের রাস্তা নষ্ট হলে খেদক্তি করিবেন না।।
যে ভার বহন করা হল
তার সুরাহা করে দিন।
বাবলু, করিম, জামাল, লাভলুরা
আমার ফিরে যাবার অপেক্ষায় উপোষ করেছে।
এই বার্তা একই সাথে আপনাদের দিকে আগত
দূর্ভিক্ষের সওদা করতে এসেছে।
জীবন কিংবা মৃত্যু!-
দেশের মালিক আজ
প্রহর গুণে ক্লান্ত!
একটি স্বীদ্ধান্ত দিন।।
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ৭ টি
১৯ জানুয়ারি ’১৬ সন্ধ্যা ০৭:৫১
একটি সিদ্ধান্ত দিন না বলে সিদ্ধান্ত গ্রহনে বাধ্য করতে হবে,যেটি হবে শ্রম বান্ধব সিদ্ধান্ত
২০ জানুয়ারি ’১৬ রাত ১০:২২
আর্তনাদ কেন বাছা! লড়াই চাই। মেহনতি মানুষের লড়াই ছাড়া মুক্তি কাল্পনাতীত।