খাম্বা তারেকের কয়েকটি এতিম খাম্বা বসানোকেই উন্নয়ন বলে!!

সাবেক(বর্তমান নয়) বিরোধীদল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, কয়েকটি ফ্লাইওভার করলেই উন্নয়ন হয় না
সচেতন জনতার প্রশ্ন, তাহলে কি কয়েকটি এতিম খাম্বা বসানোরকেই উন্নয়ন বলে?? এতিম খাম্বা বলার কারন হচ্ছে, বিদ্যুৎ তো দূরের কথা খাম্বাগুলার সাথে কোনো তারের সংযোগ ছিলোনা। একেবারেই মা বাপ বিহীন এতিম দাঁড়ানো খাম্বা।
হাওয়া ভবনে বসে বসে তখন খাম্বা তারেক সাহেবরা তখন উন্নয়নের ডামাঢোল বাজিয়েছিলেন। বর্তমানে ওরকম হাওয়া ভাবন না থাকায় তাহাদের কাছে এইগুলা উন্নয়ন মনে হচ্ছেনা।
বহুল প্রত্যাশিত পদ্মাসেতু থেকে শুরু করে রাস্তা, ব্রীজ, অসংখ্য ফ্লাইওভারসহ বর্তমান সরকারের অসংখ্য উন্নয়ন তাহাদের কাছে উন্নয়ন মনে হচ্ছেনা। আইটি সেক্টরে বর্তমান সরকারের আমলে যত উন্নতি হয়েছে। গত ৪০ বছরেও তার অর্ধেক উন্নয়ন হয়নি।
অথচ তাহাদের চোখে উন্নয়ন ধরা পড়ছেনা। আসলেই পেট্রল বোমা ছাড়া তাদের চোখে আর কিছুই ভাসেনা। এজন্যই এসব উন্নয় তাহাদের চোখে পড়েনা।
জনবিচ্ছিন্ন হয়ে পড়লে যে মানুষ উল্টাপাল্টা বকে মির্জা ফখরুল তার জ্বলন্ত প্রমাণ।
এবার একটু চুপ যান জনাব মির্জা সাহেব। জনগন আপনাদের মত দুর্নীতিবাজ আর পুড়িয়ে মানুষ হত্যাকারীদের আর ক্ষমতায় দেখতে চায়না।
ট্যাগ ও ট্রেন্ডঃ
১১ জানুয়ারি ’১৬ রাত ১১:৫০
ফিয়া:
এই যে আপনাদের উন্নয়নের জোয়ার। মাপ চাই আর এবার জোয়ার একটু থামান। আর জয়ের কোটি টাকা বেতনের নামে ভদ্রপন্থায় জনগনের টাকা ডাকাতিও বন্ধ করেন। তখন একটা হাওয়া ভবন ছিলো। এখন দশটা সুধাসদন আছে।
১২ জানুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:৫৫
বিএনপি জামাত শুধু সাম্প্রদায়িক অপশক্তি সৃষ্টি করতে পারে। আর কিছুনা।
১৬ জানুয়ারি ’১৬ রাত ০২:০১
আইটি সেক্টরে বর্তমান সরকারের আমলে যত উন্নতি হয়েছে। গত ৪০ বছরেও তার অর্ধেক উন্নয়ন হয়নি।
আইটি কত বছর আগে পৃথিবীতে আসছে? বংগবন্ধুর 3G'র স্বপ্ন হয়ে গেল যে