মানবতা নাকি ধর্ম?
আমরা জানি ধর্ম মানুষের জন্য। মানুষ ধর্মের জন্য নয়। তাহলে কেন সেই মানুষকে নির্যাতন করাটাই ধর্মের বিধান হয়? কিকরে একদল মানুষ মানুষের ওপর বসে প্রভূত্ব খাটাতে পারে?
মানুষের বিভেদ কারা এনেছে? সেটা মানুষ নাকি ধর্ম?
আমরা অনেকেই আবেগে অনেক কথাই বলি। আসলে একটু চিন্ত্যা করলেই বুঝা যায়, মানুষ হিসেবে এই বিশ্বকে বাসযোগ্য করতে ধর্ম কতটুকু প্রাসঙ্গিক আর কতটুকু সর্বনাশা?
সময় এসেছে চিন্তা করার। মুক্ত মনে গবেষণা করার। আমরা ধর্ম মেনে আসলে খোদাকে মানছি নাকি কিছু খোদারুপী মানুষের অধীনে নিজেকে সঁপে দিচ্ছি? তা ভাবতে হবে।
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ৮ টি
১২ জানুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:১৮
ধর্ম মানুষের তৈরী বলেই ধর্ম মানিনা!চিন্তার প্রতিবন্ধক ও বটে
১২ জানুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:৫৭
যাই হোক ধর্ম ছাড়া চলা যায়না। সব কিছুরই ধর্ম আছে। একটা নিয়ম আছে। সেই নিয়মই ধর্ম।
১২ জানুয়ারি ’১৬ সন্ধ্যা ০৭:২৫
মানুষের ভাবনার ফারাকই ধর্ম আর মানুষকে প্রশ্নের মুখোমুখি করে।