৮ বছরের জন্য নিষিদ্ধ ব্ল্যাটার ও প্লাতিনি
ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবং উয়েফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য ফুটবল সংক্রান্ত সকল কর্মকা- থেকে নিষিদ্ধ করা হয়েছে।
ফিফার ইথিকস কমিটির একটি তদন্তের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে নিষেধাজ্ঞাটি এখন থেকেই কার্যকর হবে।
এই বহিষ্কারাদেশের ফলে ফুটবল প্রশাসক হিসেবে ৭৯ বছর বয়স্ক সেপ ব্ল্যাটারের দীর্ঘ ক্যারিয়ারের অবসান হলো।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে তিনি ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি ব্ল্যাটারের পর ফিফার পরবর্তী নেতা হিসেবে ধারণা করা হচ্ছিল।
এদিকে তিনবার ইউরোপের সেরা ফুটবলার এবং ফ্রান্সের সাবেক অধিনায়ক, মিশেল প্লাতিনি ২০০৭ সাল থেকে উয়েফা প্রধানের দায়িত্বে ছিলেন।
২০১১ সালে প্লাতিনিকে দেয়া ১৩ লাখ ইউরোর একটি 'অনৈতিক অর্থপ্রদানের' মাধ্যমে ফিফার ইথিকস কোড ভাঙ্গার দায়ে ব্ল্যাটার এবং প্লাতিনি দুজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে।
ট্যাগ ও ট্রেন্ডঃ
ফিফার ইথিকস কমিটির একটি তদন্তের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে নিষেধাজ্ঞাটি এখন থেকেই কার্যকর হবে।
এই বহিষ্কারাদেশের ফলে ফুটবল প্রশাসক হিসেবে ৭৯ বছর বয়স্ক সেপ ব্ল্যাটারের দীর্ঘ ক্যারিয়ারের অবসান হলো।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে তিনি ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি ব্ল্যাটারের পর ফিফার পরবর্তী নেতা হিসেবে ধারণা করা হচ্ছিল।
এদিকে তিনবার ইউরোপের সেরা ফুটবলার এবং ফ্রান্সের সাবেক অধিনায়ক, মিশেল প্লাতিনি ২০০৭ সাল থেকে উয়েফা প্রধানের দায়িত্বে ছিলেন।
২০১১ সালে প্লাতিনিকে দেয়া ১৩ লাখ ইউরোর একটি 'অনৈতিক অর্থপ্রদানের' মাধ্যমে ফিফার ইথিকস কোড ভাঙ্গার দায়ে ব্ল্যাটার এবং প্লাতিনি দুজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে।
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ৩ টি
২১ ডিসেম্বর ’১৫ রাত ০৮:১৫
শান্তি পাইলাম। ফুটবলরে কেউ কেউ ব্যাক্তিগত সম্পত্তি বানায় রাখছিলো।