ব্লগ একাত্তর নীতিমালা

“ব্লগ একাত্তর” এ নিবন্ধন করার সময় এর নীতিমালা পড়ে নেয়ার জন্য সম্মানিত ব্লগারদের বিনীত অনুরোধ করছি। এই ব্লগে কেউ নিবন্ধন করলে ধরে নেয়া হবে তিনি নীতিমালা পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন। তাই এই ব্লগে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও, কমেন্ট, বার্তাসহ সকল প্রকার পোস্ট সংশ্লিষ্ট ব্লগারের নিজস্ব মতামত হিসাবে বিবেচিত হবে। এ ব্লগে প্রকাশিত লেখা, ছবি ও ভিডিও এর আইনগত ও অন্য কোনো দায়দায়িত্ব ব্লগ একাত্তর কর্তপক্ষ বহন করবে না। নিচে “ব্লগ একাত্তর” এর নীতিমালাসমূহ বর্ণনা করা হলঃ


১) “ব্লগ একাত্তর” এর নীতিমালার পরিসীমার মধ্যে থেকে প্রত্যেক ব্লগার তার মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করবেন।


২) “ব্লগ একাত্তর” এ যে কোন একাউন্ট থেকে পরিচালিত যে কোন কার্যক্রমের দায় সংশ্লিষ্ট একাউন্টধারী ব্যক্তিই বহন করবেন। ব্লগে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও, কমেন্ট, বার্তাসহ সকল প্রকার কনটেন্ট সংশ্লিষ্ট ব্লগারের নিজস্ব মতামত হিসেবে বিবেচিত হবে। অতএব উক্ত কন্টেন্টসমূহের আইনগত ও অন্য কোন দায়দায়িত্ব ব্লগ একাত্তর কর্তৃপক্ষ বহন করবে না।

 

৩) ব্লগ একাত্তর ব্যক্তিগত একাউন্টের ইউজার নেইম ও পাসওয়ার্ড সংশ্লিষ্ট ব্লগার যথাযথভাবে সংরক্ষণ করবেন। কোন কারনে ইউজার নেইম ও পাসওয়ার্ড ভুলে গেলে বা হাতছাড়া হয়ে গেলে তার দায়িত্বও সংশ্লিষ্ট ব্লগারকেই বহন করতে হবে। উল্লেখ্য, ব্লগ একাত্তর এর কোন একাউন্টের পাসওয়ার্ড একমাত্র সংশ্লিষ্ট ব্লগার ছাড়া ব্লগ একাত্তর কর্তৃপক্ষও জানতে পারেন না।


৪) ব্লগ একাত্তর এ প্রকাশিত লেখা, ছবি ও ভিডিও-র স্বত্ব সংশ্লিষ্ট ব্লগারের নিজস্ব বলে বিবেচিত হবে। কপিরাইট আইন ভঙ্গ করে কোনো লেখা, ছবি ও ভিডিও প্রকাশ অনুমোদিত নয়।

 

৫) “ব্লগ একাত্তর” এ প্রকাশিত পোস্ট ও মন্তব্যে রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের কোন ঘটনা ঘটলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট ব্লগারকেই ব্যক্তিগতভাবে বহন করতে হবে। এক্ষেত্রে “ব্লগ একাত্তর” কর্তৃপক্ষ কোন প্রকার দায়দায়িত্ব বহন করবে না।

 


“ব্লগ একাত্তর” এ যা কিছু পোষ্ট করা যাবে নাঃ
ক) বাংলাদেশের রাষ্ট্রীয় আইন, সামাজিক মূল্যবোধ, বাঙ্গালী জাতীয়তাবোধ ও স্বাধীনতার চেতনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোন বিষয়।
খ) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতির জনককে নিয়ে অবমাননাকর ও কটাক্ষমূলক কোনো বিষয়।

গ) বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইতিহাস বিষয়ক সত্যকে অস্বীকার করে বিরুদ্ধাচরণমূলক কোনো বিষয়।
ঘ) কোনো ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, জাতি ও গোষ্ঠীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক অথবা কারো অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো বিষয়।
ঙ) কোন ধর্মগ্রন্থের বাণী ত্রুটিপূর্ণ ও বিকৃতভাবে উপস্থাপন করা।
ছ) সামাজিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী অশালীন বা অশ্লীল বলে বিবেচিত বিষয়।
জ) ব্যক্তির প্রতি কটুক্তি, গালি ও আক্রমণমূলক কোন বিষয়।
ঝ) সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠিগুলোর মধ্যে উত্তেজনাকর বা সংঘাতময় পরিস্থিতি কিংবা অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন কোন উস্কানিমূলক বিষয়।
ঞ) ধূমপান, মাদক ও নেশাকে উৎসাহিত করে এমন কোন বিষয় এবং এ সংক্রান্ত বিজ্ঞাপন।
ট)স্নায়ুবিক চাপ তৈরি করতে পারে এমন কোনো এমন কোন কন্টেন্ট প্রকাশ করা।

ঠ) কোন ফিশিং, স্প্যামিং,হ্যাকিং সংক্রান্ত- ওয়েব, স্পাইওয়্যার, ম্যালওয়্যার, সফটওয়ার ও প্রোগ্রামের সোর্স কোড এবং সোর্স কোড সংক্রান্ত কোন লিংক প্রকাশ।
ড)ফিশিং, স্প্যামিং, স্পাইওয়্যার, ম্যালওয়্যার, হ্যাকিং ও সাইবার নিরাপত্তা ঝুকি সংক্রান্ত কোন ধরনের লিংক শেয়ার।
ঢ) কপিরাইটযুক্ত কোন ওয়েব, সফটওয়ার ও প্রোগ্রামের সোর্স কোড প্রকাশ।
ঞ) কোন কিছুর বিজ্ঞাপন প্রকাশ।
ণ) পোস্টের সাথে অসঙ্গতিপূর্ণ ও অপ্রাসঙ্গিক কমেন্ট।
প) ফ্লাডিং কার্যক্রম।

 

৬) যদি কোনো ব্লগারের পোস্টের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমানিত হয় যে তার একাধিক ছদ্মনাম রয়েছে এবং তা ব্লগের পরিবেশের ব্যত্যয় সৃষ্টি করছে, তাহলে তাকে কর্তৃপক্ষ বিবেচনার মাধ্যমে ব্যান করতে পারেন।

 

৭) ব্লগার একই বা ভিন্ন ভিন্ন অপরাধের পুনরাবৃত্তি ঘটালে তাকে স্থায়ীভাবে ব্যান করা হতে পারে।

 

৮) যদি কোনো ব্লগের মন্তব্যে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত উপাদান থাকে তাহলে সংশ্লিষ্ট ব্লগার অথবা ব্লগ কর্তৃপক্ষ মন্তব্যকারীর অনুমতি ছাড়াই সেই মন্তব্য মুছে দিতে পারেন ।

 


৯) কেউ ব্লগের নীতিমালা লঙ্ঘন করলে ব্লগ কর্তৃপক্ষ কোনো কারণ দর্শিয়ে বা না দর্শিয়ে অপরাধের মাত্রা অনুসারে নীতিমালা ভঙ্গকারীর পোস্ট প্রথম পাতা থেকে অপসারণ, পোস্টটি ব্লগ থেকে অপসারণ, ব্লগারের অন্যান্য ব্লগে কমেন্ট করার সুবিধা রহিতকরণ, ব্লগারের প্রথম পাতায় লেখার সুবিধা সাময়িক/স্থায়ীভাবে রহিতকরণ, সংশ্লিষ্ট ব্লগারকে ব্লগ থেকে সাময়িক/স্থায়ীভাবে ব্যান করা সহ কর্তৃপক্ষ প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ গ্রহন করতে পারেন।

 

১০) “ব্লগ একাত্তর” এর নিয়মভঙ্গের জন্য কোনো ব্লগারকে ব্যান করা হলে তিনি ইমেইলে একটি বিজ্ঞপ্তি পাবেন, যেখানে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট কারণ উল্লেখ থাকবে। কোনো ব্লগারের পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হলেও ব্লগারকে ইনবক্সে নোটিশ দেয়া হবে।



১২) যে কোনো ব্লগার ব্লগের নিয়ম লঙ্ঘন করলে, কেউ কাউকে আক্রমণ করলে বা কেউ আক্রান্ত বোধ করলে ইমেইলে বা ব্লগের ফিডব্যাক অপশনের সাহায্যে অভিযোগ জানাতে পারেন। এ বিষয়ে কোনো পোস্ট না দিয়ে ব্লগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাই কার্যকর পদ্ধতি বলে গণ্য হবে। ব্লগ কর্তৃপক্ষ অভিযোগ পর্যালোচনা করে নীতিমালা অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করবেন।


১৩) কোন ব্লগার কিংবা ব্লগ সম্পর্কে আপত্তি থাকলে রিপোর্ট অপশন ব্যবহার করে সুনির্দিষ্ট অভিযোগ করা যেতে পারে। এক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

 

১৪) কর্তৃপক্ষ নীতিমালার যে কোন বিষয়ে ব্যাখ্যা দেয়ার অধিকার সংরক্ষণ করে। অতএব কর্তৃপক্ষের ব্যাখ্যাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 


১৫)“ব্লগ একাত্তর” কর্তৃপক্ষ প্রয়োজনের আলোকে নীতিমালার পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করতে পারবেন।


১৬)ব্লগ পরিচালনার সাথে সংশ্লিষ্ট যে কোন বিষয়ে “ব্লগ একাত্তর” কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা হবে।

 


ছবি ও ভিডিও ব্লগের নীতিমালা
ছবি ব্লগ ও ভিডিও ব্লগ-ব্লগ একাত্তর এর বিশেষ দুইটি আয়োজন। এ আয়োজন দুটিকে সমৃদ্ধ ও সাফল্যমন্ডিত করার দায়িত্ব আমাদের সকলের।উপরে বর্ণিত সকল নীতিমালা ছবি ও ভিডিও ব্লগের জন্য কার্যকর হবে। এছাড়াও এ সেকশনদ্বয়ের জন্য অতিরিক্ত আরো কয়েকটি বিশেষ নীতিমালা সংযুক্ত করা হলঃ

 

ছবি ব্লগঃ ফটোগ্রাফি একটি সৃষ্টিশীল শিল্প।ফটোগ্রাফির মধ্য দিয়ে মানুষের মনের আবেগ-অনুভূতি, দৃষ্টভঙ্গি-এমন কি চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ করা সম্ভব। হাজারো কথাকে একটিমাত্র ছবির মাধ্যমেও সুনিপণভাবে ফুটিয়ে তোলার মধ্য দিয়ে মানব মনের নানামুখী চিন্তার খোরাকে পরিণত করা যায়।এভাবেই ফটোগ্রাফি ব্লগিং এর একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। সে কারণেই ব্লগ একাত্তর হাজারো তরূণকে ছবি ব্লগিংএ উতসাহিত করতে আলাদাভাবে ছবি ব্লগের অবতারণা করেছে। এক্ষেত্রে সম্মানিত ব্লগারদের আন্তরিকতা ও সহযোগীতা আমাদের এই প্রচেষ্টাকে অনেকদূর এগিয়ে নিবে বলে আমাদের বিশ্বাস। এই কার্যক্রমকে সৌন্দর্যমন্ডিত রাখার জন্য উপরল্লোখিত সকল নীতিমালা মেনে চলার পাশাপাশি নিচে উল্লেখিত ছবি ব্লগের বিশেষ নীতিমালা মেনে চলার সবিনয় অনুরোধ করছি।
ক) নিজের বা নিজেদের তোলা এমন সব ছবি পোস্ট করা যাবে যা সৃষ্টিশীলতা, রুচিবোধ, মননশীলতা ও চিন্তাশীলতার পরিচয় বহন করে।
খ) নির্দিষ্ট কোন বিষয়কে ফোকাস করে ছবি ব্লগ হতে পারে।
গ) কোন ঘটনাপ্রবাহকে প্রকাশ করে ছবি ব্লগ হতে পারে।
ঘ) ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে এমন কোন ছবি পোস্ট করা যাবে না।

 


ভিডিও ব্লগঃ
ভিডিও ব্লগে যা প্রকাশ করা যাবেঃ
ক)নিজের বা নিজেদের ভিডিও বক্তব্য (নিজের পরিচয় প্রকাশ করে অথবা না করে)
খ)নিজের বা নিজেদের তৈরী করা ডকুমেন্টারী ও শর্ট ফিল্ম।
গ) নিজেদের মধ্যে আয়োজিত টকশো বা গ্রুপ আলোচনা।
ঘ) ব্লগারের নিজের সাক্ষাতকার অথবা ব্লগার কর্তৃক ধারণকৃত অন্যের সাক্ষাতকার।
এসবের বাইরে আর কোন ধরণের ভিডিও পোস্ট ব্লগ একাত্তরে আপাতত অনুমোদিত না।

 


“ব্লগ একাত্তর” ব্লগারদের নিকট যুক্তিবোধের সাথে দায়িত্বশীলতা আশা করে। এই নীতিমালা কেবল বিশেষ প্রয়োজনে ব্যবহৃত হবে। আমরা মত প্রকাশ ও ব্যক্তি স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। চিন্তার অনৈক্য কিংবা কোনো সুনির্দিষ্ট বিষয়ে ভিন্নমত থাকতে পারে। তবে তা সামগ্রীক ভারসাম্যের উপর দণ্ডায়মান থাকতে হবে। প্রত্যাশা করছি ব্লগ একাত্তর আপনার মত প্রকাশের শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে। আমাদের সাথেই থাকুন।

শুভ হোক বাংলা ব্লগিং।