বিশ্বের সর্ববৃহৎ পিকনিকের ১ম পর্বের সমাপ্তি
টঙ্গির তুরাগ নদীর তীরে আজ শেষ হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথা সর্ববৃহৎ পিকনিকের প্রথম পর্ব।
বিগত বছরগুলোর তুলনায় এবারো ব্যপক ধুমধামের সাথে উদরপূর্তি আর আরাম আয়েশের সাথেই এই জোলাভাতি কার্যক্রমের সমাপ্তি টানা হয়েছে।
জীবনের শেষ বছর পর্যন্ত যাতে এভাবে পিকনিক করে কাটাতে পারে সেই কামনা করে আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাত পরিচালিত হয়।
ইমানদার মুসলিম জাতি কি কারনে যে এসব আজাইরা কাজে সময় ব্যয় করে সৃষ্টিকর্তাই ভালো জানেন।
একদিকে বিশ্বব্যপী সন্ত্রাসী কর্মকান্ড অপর দিকে আজাইরা আরাম আয়েশ আর পিকনিকের মাধ্যমের কোটি কোটি টাকা অর্থের অপচয়!!
পুরো গাজীপুর আর ঢাকা শহর আজ এদের কারনে প্রায় বলতে গেলে অচল। লোকজন দরকারি কাজ করতে কোথাও যেতেও পারছেনা।
সরকারের কাছে জনজীবনের প্রয়োজনীয় কাজ, অফিস আদালতের তুলনায় এদের আয়েশি পিকনিকটাই গুরুত্বপূর্ন হয়ে গেলো!!!!
সৃষ্টিকর্তা এদের মানুষ করুক।
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ৮ টি