সর্বাধিক রেটিং প্রাপ্ত

স্বাধীনতার মহান নেতাকে শ্রদ্ধাঞ্জলী

লিখেছেনঃ কাবিলা

বিভাগঃ ঐতিহ্য

সময়ঃ জানুয়ারি ২৭, ২০১৬ (বুধবার) রাত ০৯:৫৮

পঠিত ২৪৩০ লাইক ১ প্রিয় ১
রিপোর্ট করুন
রেটিং করুন
আপনি কি এটা ডিলিট করতে আগ্রহী ?
ব্লগটি এডিট করুন
Close
মন্তব্য: ৬ টি

২৮ জানুয়ারি ’১৬ রাত ০১:০৬

চে'র চিঠি:  

তিতুমীর তার সাহসের জন্য বিখ্যাত। মক্কায় ওমরা পালন করতে গিয়ে তিনিও ওহাবী মতবাদের মত ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। ইতিহাস তার স্বাধীনতাবোধের স্বপক্ষে স্বাক্ষ্য দিবে ঠিক কিন্তু এই অঞ্চলে বাড়ন্ত ওয়াহাবি মতবাদের একটা বড় অংশ তার কাছ থেকেই উৎসাহ পাচ্ছে। ফলে এর দায় থেকে তিনি মুক্তি পাবেন না। এখনকার সময় এসে তিতুমীরের প্রাসঙ্গিকতা খুজতে গেলে আমরা এটাই পাই যে, যেকোন মানুষই ওহাবিজমে আক্রান্ত হতে পারেন। বিশেষ করে অধিকারহারা মানুষের এক্ষেত্রে সাবধানী পদক্ষেপ নেয়া উচিৎ। মানুষের আবেগ ও ক্রান্তিকাল নিয়ে অমানবিক ওহাবি মতবাদ ব্যবসা করে।

রিপোর্ট করুন

২৮ জানুয়ারি ’১৬ রাত ০১:৫৯

বউ কথা কও:  

ইংরেজদের বিরুদ্ধে তিতুমীরের সংগ্রাম সত্যিই অসাধারন! এ মহাবীরকে সম্মান জানাই।

রিপোর্ট করুন

২৮ জানুয়ারি ’১৬ বিকাল ০৩:১৪

মেঘ বালিকা:  

তীতুমীরকে নিয়ে দারুন একটা গান শুনেছিলাম। আজও হৃদয় ছুঁয়ে যায়।

যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে


ভেসে আসে জিহাদের সুর


তবে সর্বশক্তি নিয়ে চলে যাব আমি আজ


হোকনা সে দূর বহূদূর।।


থামবনা আমি কভু

রিপোর্ট করুন

২৮ জানুয়ারি ’১৬ বিকাল ০৩:১৭

সাধক:  

তীতুমীরের অর্জনকে বাংলাদেশের ক্লাসিফাই করেছে মৌলবাদীরা আর উদার তীতুমীরের চেতনাকে হত্যা করেছে তার আদর্শিক প্রতিপক্ষরা।

রিপোর্ট করুন

২৮ জানুয়ারি ’১৬ বিকাল ০৩:২৫

চে'র সাইকেল:  

ব্রিটিশ বিরোধী স্বাধীনতার বীজ বপণের জন্য বাঙ্গালী জাতি চিরদিন মনে রাখবে এই বিপ্লবীকে

রিপোর্ট করুন
ছবি আপলোড করুন
ছবি আপলোড করুন