পাহাড় বেঁচে থাকুক চিরকাল

স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটি অংশ নাম "পার্বত্য চট্টগ্রাম"।আলাদা বৈচিত্রময় প্রাকৃতিক সৌন্দর্যরূপে পরিপূর্ণ "পার্বত্য চট্টগ্রাম"এর পাহাড়ী পথ ঘাট।পাহাড়ের প্রতিটি নদ নদী, পাহাড়ীয়া ঝর্ণা এবং ঝর্ণাধারা,সুউচ্চ উচু পাহাড়, উচু পাহাড়ের উপর পাহাড়ে প্রাণবন্ত সহজ সরল জুমিয়াদের(যারা জুম চাষ করে) জুম চাষ, সবকিছু মিলিয়ে পাহাড় যেন এক দৃষ্টিনন্দিত পরশ খনি।বল যায় পাহাড়ের সবকিছুই প্রকৃতির এক বিশেষ সৌন্দর্যতায় ভরা।
পাহাড়ের আদিবাসী মানুষগুলোও খুবই শান্ত এবং প্রকৃতিরঞ্জন।পাহাড়ে কোমল প্রকৃতির সাথে গভীর মিতালী করে পাহাড়ের আদিবাসীরা বেঁচে থাকার স্বপ্ন বুনতে ভালোবাসে।সৌন্দর্যময় শান্তির পরশ খনি কোমল পাহাড় ও পাহাড়ের পবিত্র বৈচিত্রময় প্রকৃতি বেঁচে থাকুক চিরকাল।
ট্যাগ ও ট্রেন্ডঃ
কোন মন্তব্য নাই.