নিরুপমা
নিরুপমা ভালবাসা না দাও তবে আশীবিষ হয়ে
তোমার সফেদ দন্ত দিয়ে দংশন করো,
হয়তো তোমার বিষে মম কায়া
কৃষ্ণ হয়ে যাবে, তবে প্রেম দেবতা মদনকে বলতে পারবো
আমি আমার নিরুপমা'র স্পর্শ পেয়েছি।
.
হয়তো তিরোধানের পর শান্তি করে ঘুমাবো
কারণ, আমার নিরুপমা'র স্পর্শ পেয়েছি
তোমার স্পর্শ যে আমার ইন্দ্রলোকের সুখ এনে দিবে হে নিরুপমা।
.
তোমার স্পর্শের কাছে তিরোধান কিছু নয় হে নিরুপমা
ভালবাসা না দাও
তবে আশীবিষ হয়ে আমার প্রকোষ্ঠে এসো
তোমার দংশনের অপেক্ষায় রইলাম হে নিরুপমা।
.
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ট্যাগ ও ট্রেন্ডঃ
তোমার সফেদ দন্ত দিয়ে দংশন করো,
হয়তো তোমার বিষে মম কায়া
কৃষ্ণ হয়ে যাবে, তবে প্রেম দেবতা মদনকে বলতে পারবো
আমি আমার নিরুপমা'র স্পর্শ পেয়েছি।
.
হয়তো তিরোধানের পর শান্তি করে ঘুমাবো
কারণ, আমার নিরুপমা'র স্পর্শ পেয়েছি
তোমার স্পর্শ যে আমার ইন্দ্রলোকের সুখ এনে দিবে হে নিরুপমা।
.
তোমার স্পর্শের কাছে তিরোধান কিছু নয় হে নিরুপমা
ভালবাসা না দাও
তবে আশীবিষ হয়ে আমার প্রকোষ্ঠে এসো
তোমার দংশনের অপেক্ষায় রইলাম হে নিরুপমা।
.
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ২ টি