মারিও পজো'র এক অসাধারণ সৃষ্টি "গডফাদার"
গডফাদার বইটি মূলত ১৯৪০’র দশকের আমেরিকার নিউইয়র্ক শহরের মাফিয়া পরিবারগুলোর হানাহানি নিয়ে রচিত। প্রকাশের ২ বছরের মাথায় ৯ মিলিওয়ন কপি বিক্রি হয় এবং দীর্ঘদিন যাবত নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার লিস্টে স্থান করে নেয়। ১৯৬৯ সালে প্রকাশিত ইতালিয়ান-আমেরিকান লেখক মারিও পুজোর গডফাদার বইটি তাকে নিয়ে নির্মিত মুভিতেও ছিনিয়ে আনে অস্কার। আমার ধারনা ক্রাইম ফিকশনধর্মী বইটি যেকোন পাঠককে আলোড়িত করতে বাধ্য।
নিশ্চিত করে বলতে পারি বইটি পড়ে যেকোন পাঠক একবার হলেও নিজেকে ডন ভিটো কর্লিওনি কিংবা তার ছেলে মাইকেল কর্লিওনির স্থানে ভাবতে বাধ্য হবেন। কারন তারা মারিও পুজোর সৃষ্ট অসাধারন দুটি চরিত্র, যারা একই সাথে মাফিয়া জগতের জন্য একজন আদর্শ গডফাদার একচ্ছত্র অধিপতি, স্ত্রীর জন্য একজন দায়িত্ববান স্বামী, সন্তানের জন্য একজন আদর্শ বাবা আর নির্যাতিতের জন্য আদর্শ বিচারক। দূর্বল যখন আদালতের কাছে সুবিচার পায় না তখন সে গিয়ে সরণাপন্ন হয় এক গোপন বিচারকের কাছে। যিনি ফিরিয়ে দেন না কোন প্রার্থীর হাতকে, হোক সে ব্যাক্তি ভালো কিংবা খারাপ। বিনিময়ে চাই শুধু বন্ধুত্ব আর ভবিষ্যতে চাওয়া মাত্র সাহায্যের প্রতিশ্রুতি।
যদিও অধিকাংশ ক্ষেত্রেই সে সাহায্য চাওয়া হত অন্য কাউকে সহায়তা করার জন্যই। ডন ভিটো প্রচারবিমুখ এমন একজন মানুষ যাকে কেউ কখনো খারাপ ভাবতে হলে অবশ্যই তার বিবেকের সাথে দ্বন্ধে জড়াতে হবে। মাফিয়া জগতের প্রধান হয়েও রক্ষনশীল ক্যাথলিক খ্রিস্টান হিসেবে যিনি নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন নারী এবং ড্রাগ(নারকোটিক্স) ব্যবসা থেকে। তার আয়ের মূল উৎস ছিল জুয়া, চাঁদাবাজি এবং সাধারণ অ্যালকোহলের ব্যবসা।
মূল চরিত্রসমূহঃ
০১. ডন ভিটো কর্লিওনিঃ কর্লিওনি সম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি। যেসব ইতালিয়ান সিসিলিয় আমেরিকাতে অভিবাসী হয়েছিল তাদের একজন, স্থানীয় মাফিয়াদের সাথে বিরোধের জেরে যাকে হারাতে হয়েছিল পরিবারের সব সদস্যকে। স্থানান্তরিত হন নিউইয়র্কের ইতালী কলোনীতে যেটা অপরাধ জগতের আখড়া।
চাকুরী হারিয়ে তার বর্ধনশীল পরিবারের চাহিদা মেটাতে একবন্ধু সহ জড়িয়ে পড়েন চোরাচালানীতে। কলোনীর এক মাফিয়াকে খুন করার মধ্য দিয়ে শুরু হয় তার গডফাদার হয়ে উঠার যাত্রা। সবাই ধারনা করলেও তার মুখোমুখি হওয়া ছিল অসম্ভব কারণ, খুনের কোন প্রমাণের ছিটেফোটাও যে তিনি রাখেননি। অনেকেই ধারনা করেন যে উপন্যাসের ডন ভিটোর চরিত্রটি আমেরিকার দুজন গডফাদারের বাস্তব জীবনের সমন্বয়ে তৈরি। যাদের একজন হলেন ফ্রাঙ্ক কস্টেলো।
ভিটোর চরিত্রে তার যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় তা হল উভয়েরই জন্মসাল একই, ছিল জুয়ার ব্যবসা কিন্তু কখনোই নারকোটিক্সের ব্যবসায় জড়িত হননি, দুজনেরই প্রভাবশালী রাজনীতিকের সাথে ছিল বন্ধুত্ব। আরো মজার বিষয় দুজনই গুপ্তহত্যার জন্য হামলার শিকার হওয়ার পর বেঁচেছিলেন এবং পরবর্তীতে স্বাভাবিক মৃত্যু হয় তাদের।
অপর যে গ্যাংস্টার এর বাস্তব জীবনের সাথে তার চরিত্রের মিল খুঁজে পাওয়া যায় সে হল কার্লো গ্যাম্বিনো। সেও নারকোটিক্সের ব্যবসাকে তার পরিবারের লোকদের জন্য নিষিদ্ধ করেছিল। গ্যাম্বিনোর সাথে ভিটোর বড় যে মিলটি খুঁজে পাওয়া যায় তা হল কখনোই তাদের জেল খাটতে হয়নি। কারন তারা এতটাই ধূর্ত ছিল যে এফবিআই এর মত গয়েন্দা সংস্থা তাদের অপরাধের কোন টিকিটিরই খোঁজ পায়নি।
০২. সান্তিনো সনি কর্লিয়নি – ডন ভিটোর বড় ছেলে, প্রচন্ড রাগী। সমস্যার ত্বরিত সমাধানে বিশ্বাসী। প্রথমে তাকেই কর্লিওনি পরিবারের ২য় ডন হিসেবে ধারনা করা হলেও, বোনের স্বামীর সহযোগিতায় খুন করা হয় তাকে।
০৩. ফ্রেডেরিকো ফ্রেডি কর্লিয়নি - ডনের মেজো ছেলে, প্রচন্ড ভীতু তবে বাবার ব্যবসার সহযোগী ছিল।
০৪. মাইকেল মাইক কর্লিয়নি - ডনের ছোট ছেলে,অসম্ভব রোমান্টিক, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই পারিবারের ব্যাবসায়িক ঝামেলামুক্ত একটি নির্ভেজাল জীবনযাপনের টার্গেট করে সে। পারিবারিক অবৈধ ব্যবসাকে এতটাই ঘৃণা করত যে বাবার আদেশ অমান্য করে মিলিটারীতেও যোগ দেয় সে। অথচ পরিবারের চরম ক্রান্তিকালে এই শান্ত মেজাজের অধিকারী মাইকেলই হয়ে উঠেন, "ডন দ্যা জুনিয়র" হিসেবে।
তার বাবার হত্যার পরিকল্পনাকারীদের ক্যাসিনোতে প্রকাশ্যে খুন করে শুরু হয় তার ডন হয়ে ওঠার যাত্রা। এরপর ভাইয়ের মৃত্যুর পর অতীব ধূর্ততার সাথে একে একে খুন করেন অন্য ৫ মাফিয়া পরিবারের প্রধান ও তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী তার বোন জামাইকে। পুনরুদ্ধার করেন কর্লিওনি সম্রাজ্যের একচ্ছত্র আধিপত্য।
মজার বিষয় হল বোন জামাইকে হত্যার আগমূহুর্ত পর্যন্ত সে এমন আচরন করে যে তার বোন জামাই ভেবেছিল মাইকেল হয়ত তাকে ক্ষমা করে দিয়েছে আর সেজন্যই সে বোনের ছেলেকে নিজের পালক পুত্র হিসেবে ঘোষনা দিয়েছে। কিন্তু না এসবই ছিল বহিঃশত্রুদের দমন করার অপেক্ষায় তার সময় নেয়া।
০৫. কন্সট্যান্সিয়া কনি কর্লিয়নি – ডনের একমাত্র মেয়ে। স্বামীর অসম্ভব দূর্ব্যবহারের পরেও ভালোবাসত স্বামীকে।
০৬. টম হেগেন - ডনের পোষ্য এবং কর্লিয়নি পরিবারের কনসিলিওরি তথা আইন উপদেষ্টা।
০৭. জনি ফন্টেন - ডনের পালকপুত্র এবং হলিউডের খ্যাতিমান অভিনেতা ও গায়ক। ডনের অপুরন্ত সহযোগিতাই তাকে উচ্চাসনে পৌঁছে দিতে ভূমিকা রাখে।
০৮. ভার্জিল তুর্কি সলোৎসো - মাদক ব্যবসায়ী। তার ড্রাগ (নারকোটিক্স) ব্যবসার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় সে ডনের ওপর হামলা চালায়, তবে ডন বেঁচে যায়। পরে মাইক কর্লিয়নি তাকে হত্যা করে।
০৯. ফিলিপ টাটাগ্লিয়া – কর্লিয়নিদের প্রধাণ প্রতিদ্বন্দ্বী টাটাগ্লিয়া পরিবারের প্রধান।
১০. পিটার ক্লেমেনজা - ডনের ক্যাপোরেজিমি (সহকারী)। কর্লিয়নি পরিবারের প্রতি সর্বদা বিশ্বস্ত থেকে কাজ করে দেয়।
১১. সালভাদোর টেসিওল - ডনের ক্যাপোরেজিমি (সহকারী)। ডনের মৃত্যুর পর বিশ্বাসঘাতকতার জন্যে মাইক তাকে মৃত্যুদণ্ড দেয়।
১২. লুকা ব্রাসি-মুখটাই যার হিংস্রতার মুখোশ, লোকে বলে ওর সবচাইতে বড় প্রতিভা হলো একা একা কারও সাহায্য না নিয়ে এমন চমৎকার খুন করতে পারে যে ধরা পড়ার কিংবা দন্ডিত হওয়ার কোন সম্ভাবনাই থাকে না। পুলিশ,সমাজ, স্বর্গ নরক কোনকিছুকে ভয় নাকরলেও কোন এক অদৃশ্য কারণে ডনকে স্বেচ্ছায় ভয় করত, ভালোবাসত। এই দুধর্ষ লোকটি ডনের পক্ষে গুপ্তচরবৃত্তি করতে গেলে সলোৎসো ও টাটাগ্লিয়াদের হাতে অতি সাধারণভাবে নিহত হয়।
ট্যাগ ও ট্রেন্ডঃ
কোন মন্তব্য নাই.