"মিষ্টি একটা গন্ধ, রয়েছে ঘরটা জুড়ে...."
ক্যাম্পাসের উদ্দেশ্যে বাসা থেকে ব্যাগ গুছিয়ে বেরোলাম,
পথিমধ্যে এক বদমাশ কাক/কাউয়া আমার গায়ে মলত্যাগ করল,
যাহোক, বাসে উঠে জাকিয়ে বসলুম।
বাসে প্রচন্ড ঝাঁকুনি।
পাশের যাত্রী আর সইতে না পেরে প্রচন্ড আবেগে
প্রাণভরে বমি করে দিল আমার গায়ে!
বেকুব লোকটা বলল, "ভাই আমি বাসে কোনদিন বমি করি নাই, আজই প্রথম!
.
আহা!
কি সৌভাগ্য!
সহযাত্রী মহোদয়ের এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী আমি!!!!
.
বাসে পুলিশ উঠল রুটিন চেকাপে,
বেচারা গন্ধ সইতে না পেরে তড়িঘড়ি করে
দায়সারা চেকাপ সেরে ভাগল।
তারপর গান বাজতে লাগল,
"মিষ্টি একটা গন্ধ, রয়েছে ঘরটা জুড়ে...."
ট্যাগ ও ট্রেন্ডঃ
পথিমধ্যে এক বদমাশ কাক/কাউয়া আমার গায়ে মলত্যাগ করল,
যাহোক, বাসে উঠে জাকিয়ে বসলুম।
বাসে প্রচন্ড ঝাঁকুনি।
পাশের যাত্রী আর সইতে না পেরে প্রচন্ড আবেগে
প্রাণভরে বমি করে দিল আমার গায়ে!
বেকুব লোকটা বলল, "ভাই আমি বাসে কোনদিন বমি করি নাই, আজই প্রথম!
.
আহা!
কি সৌভাগ্য!
সহযাত্রী মহোদয়ের এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী আমি!!!!
.
বাসে পুলিশ উঠল রুটিন চেকাপে,
বেচারা গন্ধ সইতে না পেরে তড়িঘড়ি করে
দায়সারা চেকাপ সেরে ভাগল।
তারপর গান বাজতে লাগল,
"মিষ্টি একটা গন্ধ, রয়েছে ঘরটা জুড়ে...."
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ১ টি