এমন চৌর্যবৃত্তি গোটা সাংবাদিকতার লজ্জা!
সাংবাদিকতায় কাট-পেস্ট নিষিদ্ধ
ওয়াইজমেন থিংক অ্যালাইক... এই আপ্তবাক্য অন্তত এদের ক্ষেত্রে খাটে না। পাশের ছবিটির সংবাদ শিরোনামগুলো দেখুন একটির সঙ্গে অপরটির পার্থক্য নেই। ধারণা করার কোনও কারণ নেই এই সংবাদমাধ্যমগুলোর কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচিতে হাজির থেকে সংবাদ সংগ্রহ করে তবেই এই রিপোর্ট লিখেছেন। আর সবার লেখাই একই রকম হয়েছে।
এবার ভোরের পাতা নামের ওয়েব সাইটটির কনটেন্ট দেখুন (নিচের ছবিতে) যতটুকু তুলে ধরা হলো তাতে বাংলানিউজের কনটেন্টের সঙ্গে হুবহু মিল রয়েছে। মূলত বাংলানিউজের ইন্ট্রো থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটাই স্রেফ কপি পেস্ট করা হয়েছে এখানে। এমনকি বাংলানিউজের নিজস্ব স্টাইলও হয়ে গেছে তাদের স্টাইল। তারিখের ব্যবহারে বাংলানিউজের নিজস্ব স্টাইল এমন- রোববার (০১ জানুয়ারি)। ঠিক সেভাবেই প্রকাশিত হয়েছে ভোরের পাতায়। এখানে পাঠক নিশ্চয়ই একটি বিষয় লক্ষ্য করছেন উপরে এই সংবাদপত্রটি ডেটলাইনে তারিখ লেখার সময় লেখে ‘রবিবার ০১ জানুয়ারী’। অথচ কাট পেস্ট করার সময় নিজেদের রবিবার হয়ে যাচ্ছে রোববার আর জানুয়ারী হয়ে যাচ্ছে জানুয়ারি সেদিকেও খেয়াল নেই।
তাওতো ভোরের পাতার কিছুটা লজ্জ্বাবোধ রয়েছে, নিউজটিকে ‘নিজস্ব প্রতিবেদক’ নামে প্রকাশ করেছে। কিন্তু একই কাণ্ড ঘটিয়ে বিডিটাইমস২৪ এই খবর হুবহু প্রকাশ করেছে রাজিব রজব নামে জনৈকের বাইলাইনে।
আহা! কাট-পেস্টে সে কি কষ্ট! যা এই সাংবাদিক করেছেন। অতএব খবরটি তার বাইলাইন হওয়াই বাঞ্ছনীয়।
পিটিবিনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদকও একই কাণ্ড ঘটিয়েছেন। তবে এখানে আবার একজন সম্পাদনা করে খবরটি একটু ওলট-পালট করেছেন। রাজু আহমেদ নামের এই সম্পাদনাকারীর হাতে হয়তো সময় কম ছিলো তাই পুরো খবরেই চৌর্য্যবৃত্তির সকল নজির রেখে গেছেন।
ট্যাগ ও ট্রেন্ডঃ
ওয়াইজমেন থিংক অ্যালাইক... এই আপ্তবাক্য অন্তত এদের ক্ষেত্রে খাটে না। পাশের ছবিটির সংবাদ শিরোনামগুলো দেখুন একটির সঙ্গে অপরটির পার্থক্য নেই। ধারণা করার কোনও কারণ নেই এই সংবাদমাধ্যমগুলোর কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচিতে হাজির থেকে সংবাদ সংগ্রহ করে তবেই এই রিপোর্ট লিখেছেন। আর সবার লেখাই একই রকম হয়েছে।
এবার ভোরের পাতা নামের ওয়েব সাইটটির কনটেন্ট দেখুন (নিচের ছবিতে) যতটুকু তুলে ধরা হলো তাতে বাংলানিউজের কনটেন্টের সঙ্গে হুবহু মিল রয়েছে। মূলত বাংলানিউজের ইন্ট্রো থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটাই স্রেফ কপি পেস্ট করা হয়েছে এখানে। এমনকি বাংলানিউজের নিজস্ব স্টাইলও হয়ে গেছে তাদের স্টাইল। তারিখের ব্যবহারে বাংলানিউজের নিজস্ব স্টাইল এমন- রোববার (০১ জানুয়ারি)। ঠিক সেভাবেই প্রকাশিত হয়েছে ভোরের পাতায়। এখানে পাঠক নিশ্চয়ই একটি বিষয় লক্ষ্য করছেন উপরে এই সংবাদপত্রটি ডেটলাইনে তারিখ লেখার সময় লেখে ‘রবিবার ০১ জানুয়ারী’। অথচ কাট পেস্ট করার সময় নিজেদের রবিবার হয়ে যাচ্ছে রোববার আর জানুয়ারী হয়ে যাচ্ছে জানুয়ারি সেদিকেও খেয়াল নেই।
তাওতো ভোরের পাতার কিছুটা লজ্জ্বাবোধ রয়েছে, নিউজটিকে ‘নিজস্ব প্রতিবেদক’ নামে প্রকাশ করেছে। কিন্তু একই কাণ্ড ঘটিয়ে বিডিটাইমস২৪ এই খবর হুবহু প্রকাশ করেছে রাজিব রজব নামে জনৈকের বাইলাইনে।
আহা! কাট-পেস্টে সে কি কষ্ট! যা এই সাংবাদিক করেছেন। অতএব খবরটি তার বাইলাইন হওয়াই বাঞ্ছনীয়।
পিটিবিনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদকও একই কাণ্ড ঘটিয়েছেন। তবে এখানে আবার একজন সম্পাদনা করে খবরটি একটু ওলট-পালট করেছেন। রাজু আহমেদ নামের এই সম্পাদনাকারীর হাতে হয়তো সময় কম ছিলো তাই পুরো খবরেই চৌর্য্যবৃত্তির সকল নজির রেখে গেছেন।
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ১ টি