আপনি যখন একটি মতাদর্শ প্রচারের এজেন্ট,তখন??????????????
প্রথমে আপনার কাছে আপনার পাড়া-মহল্লা-গ্রামের মানুষ অপরিচিত হয়ে গেছে। তারপর অপরিচিত হয়েছে আপনার পাশের বাড়ি-ফ্লাটের মানুষ। এইভাবে আপনি হারিয়ে ফেলেছেন আপনার বড় পরিচিত সম্পর্কের পরিসর। এখন আপনার প্রতিবেশী বলে কিছু নেই, যা আছে সেটা নিতান্ত কনসেপচুয়্যাল। আর এইভাবে আপনার ঘরের ভেতর-পাশে শুয়ে থাকা মানুষও অপরিচিত হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন হয়তো আপনার কাছের মানুষও আপনার অপরিচিত। এইটা একটা প্রক্রিয়া। বিজ্ঞরা এই লক্ষণকে বলছেন আধুনিকতাবাদ মানে পাশ্চাত্যের মডার্নিজম। আপনি আপনার সামাজিক ও ব্যক্তিক সম্পর্কের জুতসই বিন্যাসগুলো হারিয়ে ফেলবেন। এই অবস্থাকে পাশ্চাত্যের বিজ্ঞরা বৈধকরণ করেছে ব্যক্তিস্বাধীনতা ও ব্যক্তিস্বাতন্ত্র্যতাবাদ মতাদর্শ দিয়ে। তবে এইভাবে আপনি বিচ্ছিন্ন ও অপরিচিত হয়ে যাবেন আপনার নিজের বিশ্বাস, চিন্তা, ঢঙ, কালচার, ভাব আর ভাষা থেকে। আধুনিকতাবাদ "যুক্তিসম্মত"ভাবে আপনার এই একাকিত্বকে, আপনার থেকে আপনার বিচ্ছিন্নতাকে, প্রতিবেশ থেকে আপনার বিচ্ছিন্নতাকে বৈধ করে দিবে। আপনি একদিকে নিজেকে যত ফিল করছেন ভাবছেন অন্যদিকে আপনি চরমভাবে অজান্তে বিসর্জন দিচ্ছেন অনেক কিছু। আধুনিকতাবাদ আপনাকে জ্বলাবে পুড়াবে সেইটা আবার আপনার কাছে বৈধ করে দিবে। আপনি অপরিচিত আপনার পাশের মানুষগুলোর কাছে এইটা আপনার দ্বারা অস্বীকার করানো হবে; আপনি তখন ভাবছেন আপনি স্বাধীন আর আপনার ব্যক্তিস্বাতন্ত্র্যতা আছে, আসলে আপনি কি চিন্তা করতে পারছেন; আপনি একটা মতাদর্শ প্রচারের এজেন্ট? আপনি পশ্চিমা দর্শনের জুতসই ফিল্ড, আপনি ভেংগে চলছেন সম্পর্কের বিন্যাসগুলো। আপনার দহন আছে কিন্তু সেটার প্রকৃত কারণ আপনাকে বুঝানো হচ্ছে না। কোথায় যাচ্ছেন আপনি, সেখানে যেখানে আপনার পাশের মানুষ আপনাকে সাহায্য করতে চাইলেও একটা আইন লাগবে। আর নয়, এখন আপনি যেখানে আছেন সেখানে আপনি এক সময় কোন কারণে থাকতে চাইবেন না। যেহেতু আপনি বিজ্ঞদের মতাদর্শ প্রচারের এজেন্ট ও সেই সাথে আপনি তাদের প্রজেক্ট সেহেতু আপনি এক সময় নিজের কাছে এক্সপাইয়ার হবেনই। আপনি প্রতিনিয়ত সম্পর্কের মাঝে সম্পর্কহীনতায় বেচে আছেন। এইটা আপনি এক সময় কিভাবে সমর্থন করবেন। আপনি ভাবছেন কি, আপনার কতটা হারিয়ে ফেলেছেন এই মডার্নিজমের প্যাচে পড়ে। এই মডার্নিজম কিন্তু বিজ্ঞরা আপনাকে বইপত্র পড়িয়ে শিখাচ্ছে এমন নয়; আপনার কাছে এটাকে একটা লাইফ স্টাইল হিসেবে উপস্থাপন করা হচ্ছে, আপনাকে বোঝানো হচ্ছে এইটা অনুকরণীয় একটা ফ্যাশন। এই কাজ মিডিয়া, টিভি, ইন্টারনেট, পত্রপত্রিকা নানান মাধ্যমের সাহায্যে করা হচ্ছে। এই মতাদর্শ বাজারে ভালো চললে "তাদের" মাথাপিছু মার্কিন ডলার বছরে বছরে বেড়ে যায়।
ট্যাগ ও ট্রেন্ডঃ
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ২ টি