নারীকে ঠিক রেসপেক্ট করা হয় না আমার।
নারীকে ঠিক রেসপেক্ট করা হয় না আমার। এটা চর্চার বিষয়। খোলাসা করি- বাসে/ট্রেনে পাশের সিটে কোন সুন্দরী নারী বসলে তার গা ঘেঁষেই বসতে ইচ্ছে করে। রাশি দোষে এই সকল সুন্দরী মেয়ের অধিকাংশ আমাকে নিরাপদ ভেবে ঘুমিয়ে পড়ে। মাথা আমার কাঁধ বরাবর এলেও আমি সরে বসি না বা বসার কথা বলি না। সেদিন যেমন ফার্মগেট যাওয়ার সময় কালো মেয়েটা আমার পাশে বসে ঘুমিয়ে গেল। কিছু বলি নাই। ভাবলাম- কালো বলে কেউ এভাবে ঘুমাতে দেয় নাই? আহারে! ঘুমাক এবার। তাতে কামনা জাগে নাই।
সেদিন বালুরঘাট চার নম্বর বাস করে ফার্মগেট থেকে ফিরছিলাম। একপাশে তিন সিট করে- যারা যায় তারা জানে। জানালার পাশে এক মহিলা, আরেক পাশে এক ভদ্রলোক। অন্য সিট ছিল না বিধায় মাঝখানে বসতে হলো। বসতে মহিলার গায়ের সাথে একটু লাগতেই অস্বাভাবিক আচরণ করল। যেন মহাপাপ করেছি আমি। আমি যথাসম্ভব সরে বসি। তবুও গায়ে গা লাগে কখনও। মহিলাটি আরও অস্বাভাবিক হয়ে ওঠে। হ্যাঁ, মহিলাটি আচরণ ধর্মের কলে নড়ে। পোষাকও ছিল সেরকম। মহিলার জন্য খানিক করুণা হলো এই ভেবে- তার শরীর তারেই মুক্তি দেয় না এতটুকু।
শুধু এই ধার্মিক মহিলার কথা কেন বলি? বাসে ভিড় ঠেলে নামতে গিয়ে সিটে বসা শিক্ষিত স্মার্ট মেয়ের পায়ে পা লেগে যাওয়ার পর- এমন অস্বাভাবিক প্রতিবাদ করতে দেখেছি। কি ব্যাখ্যা করবেন আপনি?
ট্যাগ ও ট্রেন্ডঃ
সেদিন বালুরঘাট চার নম্বর বাস করে ফার্মগেট থেকে ফিরছিলাম। একপাশে তিন সিট করে- যারা যায় তারা জানে। জানালার পাশে এক মহিলা, আরেক পাশে এক ভদ্রলোক। অন্য সিট ছিল না বিধায় মাঝখানে বসতে হলো। বসতে মহিলার গায়ের সাথে একটু লাগতেই অস্বাভাবিক আচরণ করল। যেন মহাপাপ করেছি আমি। আমি যথাসম্ভব সরে বসি। তবুও গায়ে গা লাগে কখনও। মহিলাটি আরও অস্বাভাবিক হয়ে ওঠে। হ্যাঁ, মহিলাটি আচরণ ধর্মের কলে নড়ে। পোষাকও ছিল সেরকম। মহিলার জন্য খানিক করুণা হলো এই ভেবে- তার শরীর তারেই মুক্তি দেয় না এতটুকু।
শুধু এই ধার্মিক মহিলার কথা কেন বলি? বাসে ভিড় ঠেলে নামতে গিয়ে সিটে বসা শিক্ষিত স্মার্ট মেয়ের পায়ে পা লেগে যাওয়ার পর- এমন অস্বাভাবিক প্রতিবাদ করতে দেখেছি। কি ব্যাখ্যা করবেন আপনি?
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ৩ টি