ভারতীয় হাতি চেনো; ফেলানীকে চেনো না
মহাশয়গণ,
ভারতীয় হাতি চেনো; ফেলানীকে চেনো না। হাতি নিয়ে মানবতার ব্যবসা বেশ জমে উঠেছে। আর গুলিবিদ্ধ ফেলানীরা ঝুলে থাকে বর্ডারের তারকাটায়। হাতি হয়ে উঠেছে বঙ্গ বাহাদুর; আর বিএসএফের গুলেতে যে কৃষক প্রতিদিন মারা যায়- সে হলো চোরাকারবারি।
হাতি হলো দুই দেশের " মৈত্রী" আর ফেলানী হলো দুই দেশের নো ম্যাসস ল্যান্ডে কাটাতারে ঝুলে থাকা জাতীয়তাবাদী রাজনীতির "সফলতা"।
ট্যাগ ও ট্রেন্ডঃ
ভারতীয় হাতি চেনো; ফেলানীকে চেনো না। হাতি নিয়ে মানবতার ব্যবসা বেশ জমে উঠেছে। আর গুলিবিদ্ধ ফেলানীরা ঝুলে থাকে বর্ডারের তারকাটায়। হাতি হয়ে উঠেছে বঙ্গ বাহাদুর; আর বিএসএফের গুলেতে যে কৃষক প্রতিদিন মারা যায়- সে হলো চোরাকারবারি।
হাতি হলো দুই দেশের " মৈত্রী" আর ফেলানী হলো দুই দেশের নো ম্যাসস ল্যান্ডে কাটাতারে ঝুলে থাকা জাতীয়তাবাদী রাজনীতির "সফলতা"।
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ২ টি
২১ আগস্ট ’১৬ রাত ০১:০১
সকল জীবের অধিকার আছে। এক্ষেত্রে ফেলানী সত্য হাতিও সত্য। কোন স্থানের হওয়ায় কারো অধিকার স্বীকার করা অমানবিকতা।