ইসলাম ধর্মের ফেরিওয়ালা!
বেশ কয়েকদিন থেকে আমাদের পাড়ায় এক অদ্ভুত কান্ড দেখছি। প্রথমে আমি তো ভেবেছিলাম ইঁদুর আর তেলাপোকার বিষ বিক্রি করা ফেরিওয়ালা। পরে ভালো করে লক্ষ্য করে দেখলাম, ফেরিওয়ালা না; তারা একদল হুজুর। মানে হলো প্রতিদিন বিকালের দিকে ৭ বা ৮ জন হুজুর এক লাইনে হেটে যায়, ঠিক পিপড়ের সারির মতো। সামনের জনে হ্যান্ড মাইক মুখে দিয়ে বারবার বলে যে "আজ মাগরিবের পর মসজিদে হালকা জিকির হবে, আপনারা দলে দলে আমন্ত্রিত"। আমাদের পাড়ার রাস্তায়, অলিতে গলিতে এইভাবে ইদুরের বিষ ফেরি করা ফেরিওয়ালার মতো ইসলামী দাওয়াত ফেরি করে বেরাচ্ছে। দেখে ভীষণ অবাক হয়েছি। প্রতিদিন তারা এইভাবে হ্যান্ড মাইকে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে যেভাবে মসজিদে যাবার ঘোষণা দিচ্ছে তাতে করে এমন ভ্রম হওয়াটাই স্বাভাবিক।
ইসলাম ধর্মের বাজার দর এখন এতোই কমে গেছে যে এখন এই মাল ফেরি করে বিক্রি করা হচ্ছে। কিছুদিন পর ফ্রিও দেওয়া হবে। হুজুরদের ইমানদারি ধর্ম ব্যবসার এখন বেহাল দশা। তাই নেমে পড়ছে ফেরি করতে।
যদিও এরা নামে তাবলীগ জামায়াত (ভিতরের রুপে আরও অনেক কিছু) তারপরেও এরা রাস্তার ফেরিওয়ালা থেকে ভিন্ন কিছু নয়।
ট্যাগ ও ট্রেন্ডঃ
ইসলাম ধর্মের বাজার দর এখন এতোই কমে গেছে যে এখন এই মাল ফেরি করে বিক্রি করা হচ্ছে। কিছুদিন পর ফ্রিও দেওয়া হবে। হুজুরদের ইমানদারি ধর্ম ব্যবসার এখন বেহাল দশা। তাই নেমে পড়ছে ফেরি করতে।
যদিও এরা নামে তাবলীগ জামায়াত (ভিতরের রুপে আরও অনেক কিছু) তারপরেও এরা রাস্তার ফেরিওয়ালা থেকে ভিন্ন কিছু নয়।
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ২ টি
১১ আগস্ট ’১৬ বিকাল ০৩:১৯
ফেরি করা দোষের কিছু নয়। ইসলামের নবীও ফেরি করেই ধর্ম প্রচার করেছিলেন। যতদূর জানি বিদায় হজের পর থেকে দলে দলে মুহাম্মাদ সাঃ এর অনুসারীরা ফেরিওয়ালা হয়ে সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিলেন। ইসলাম আরব থেকে এভাবেই এসেছে। তাছাড়া শাহজালাল, শাহপরানরাও হিন্দুদের মাঝে ফেরি করে ধর্ম প্রচার করেছিলেন। সাফল্য পেয়েছিলেন। যেকোন উপায়ে ধর্মের প্রচার অপরাধ নয়।