সুন্দরবন ও দেশপ্রেম একই সুত্রে গাঁথা
শাহাবাগের গণজাগরণ মঞ্চে গেলে টাকা পাওয়া যায়, সেখানে গিয়ে চেতনা চেতনা করে হাকডাক ছাড়লে সরকার বাহাদুর এসে চুমু খেয়ে যায়, সোনার বাংলা গান গাইলে বিদেশী খাতায় নাম উঠে। তাই সেই সকল জায়গাতে গিয়ে দেশপ্রেম দেখাতে লোকের অভাব হয় না। সুন্দরবন নিয়ে কথা বলতে গেলে ঠ্যাংয়ানি খেতে হয়। হাজার হাজার ছেলে বুড়ো সব দেশপ্রেমের টানে ঘরে না থাকতে পাইরা শাহাবাগে এসে হড়োহুড়ি লাগাই দিছিলো। সেই প্রেমিকরা সব কই এখন! এরা ৭১ এ পাকি ঠ্যাংয়ানির ভয়ে কয়জন দেশপ্রেম দেখাতো সেটা বুঝা যায়।
জয় বাংলা বইলা তো স্কুল কলেজ সব বন্ধ করে ছাড়ছিলেন। এই সব দেশপ্রেম মিথ্যা হয়ে যায় যদি আপনাদের মতো দেশপ্রেমিক থাকতেও সুন্দরবন কেউ ধ্বংস করে ফেলে।
আপনি রাস্তায় এসে একবার শুধু বুকের গভীর থেকে চিৎকার করে বলুন "সুন্দরবন আমার শরীর"; বলুন "সুন্দরবনের প্রতিটা গাছ আমার শরীরের প্রতিটা অংগের মতো আপন"।
ট্যাগ ও ট্রেন্ডঃ
জয় বাংলা বইলা তো স্কুল কলেজ সব বন্ধ করে ছাড়ছিলেন। এই সব দেশপ্রেম মিথ্যা হয়ে যায় যদি আপনাদের মতো দেশপ্রেমিক থাকতেও সুন্দরবন কেউ ধ্বংস করে ফেলে।
আপনি রাস্তায় এসে একবার শুধু বুকের গভীর থেকে চিৎকার করে বলুন "সুন্দরবন আমার শরীর"; বলুন "সুন্দরবনের প্রতিটা গাছ আমার শরীরের প্রতিটা অংগের মতো আপন"।
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ২ টি