তনু কিংবা বাংলাদেশ: উত্তর খুঁজে না পাওয়া প্রশ্ন গুলো।
পত্রিকা পড়ি।
নিউজও দেখি।
তবুও কনফিউজড কি আমরা সবাই না?
আমি নিজের কোন অপিনিয়ন দেই না। দেয়ার কিছু নাইও। কিন্তু হইতেছেটা কি সেটা বোঝানোর দায়িত্বতো অন্তত দেশের মাথাদের। সেন্ট্রাল ব্যাংক রিজার্ভের টাকা নিয়া যায় তারা চুপ। টাকার নিরাপত্তা না দিক দায়িত্ব না নিক, অন্তত মানুষেরটা তো নিক। আবার ভোট চাইতে আসে। ভোটার হইতেছি খুব শিঘ্রই। হইয়াই লাভটা কি?? কারে ভোট দিবো?? কে চোর না?? তনু হত্যার বিচার হইতেছে না। সরকার চুপ; তার দায় কি যারা ভোট দিয়ে সরকার বানাইছে তাদের কাঁধেও যায় না??? আমি জেনে বুঝে কেন ভুল করব??? ভোট না দিয়ে ঘরে বসে থাকতে পারি। কিন্তু তাইলে নাগরিক পরিচয় দিবো কোন মুখে???
আমরা কেউ কেউ বলি,
-"i am avoiding "
আমি নিজেও কি তাই করছি না? এক বড় আপু একটা সুন্দর করে আমার জবাব দিয়ে দিছে,
-"ইশপের ৬ অন্ধ আর হাতির গল্প পড়ছ?? কাহিনী হচ্ছে সেইম অই গল্প টা। তোমরা ৬ অন্ধের প্রতিনিধিত্ব করতেছো!"
প্রশ্ম কিন্তু তবুও থেকেই যায়,
-"আমরাই তো ভোট দিয়ে অন্ধ বানানোর আর হাতি দেখানোর দায়িত্ব তুলে দিচ্ছি??? কিন্তু কেন?? অন্ধ করে দেয়ার সুযোগ টাও তো আমরা দিচ্ছি। নির্বাচন। ভোট। একটা পরিবর্তন কি দরকার না??? চেনা পরিচিত গ্যাড়া কল থেকে কি বেরিয়ে আসা কি উচিত না? আমরা সবাই জানি উত্তরটা।"
আমি কোন দলের লোক আমি নিজেই জানিনা। কিন্তু আমি একটা কথায় একটু ভরসা পাই,
"তুমি যদি 'বেঁচে' থাকতে চাও , দেশের অগ্রগতি চাও, তাহলে you have only one option 'শেখ হাসিনা!"
-"কিন্তু হাসিনা একা কি করবে?? ঠগ বাছতে গাঁ উজাড়!"
খুব বেশি বুঝি না। জ্ঞানের পরিধি একদমই কম। কম বলেই হয়তো এই প্রশ্ন গুলো আসছে মাথায়। কেউ কোন ভুল খুঁজে পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা আমার প্রশ্ন গুলোর যৌক্তিক উত্তর দিলে উপকৃত হই। পলিটিক্যাল অ্যাকটিভ বড় ভাইয়া/আপু, বন্ধু সবার কাছেই প্রশ্ন গুলো। উত্তর পেলে অশেষ কৃতজ্ঞ থাকবো।
ধন্যবাদ।
ট্যাগ ও ট্রেন্ডঃ
০৬ এপ্রিল ’১৬ সন্ধ্যা ০৬:৫৫
মানুষ না থাকলে পলিটিক্স, গণতন্ত্র থেকে লাভ কি?
বাসে শত মানুষের সামনে একতা ছেলে একটা নারীকে নির্যাতন করতেছে। সবাই বুঝতেছে কিন্তু সবাই চুপ! বাসে একটাও মানুষ নাই। একটা বাস দিয়ে বুঝলাম আমাদের পুরা সমাজটাই মানুষ শূণ্য হয়ে গেছে। আমরা যেমন আমাদের রাজনীতি ঠিক তাই।
০৬ এপ্রিল ’১৬ সন্ধ্যা ০৬:৫৮
অন্ধরা স্বাভাবিক ভাবেই অন্ধকে নির্বাচন করবে। জাত প্রেম বলে একটা বিষয় আছে। এত মানুষের মধ্যে ভোট চুরি হয়ে যায়, আর সবাই বিরোধীতা করলেও বাধা দেয়না, বিষয়টাও তা না। বিরোধীতার মাত্রা ঠিক নাই। অনেকটাই, জোর করে নিতে পারলে নাও- টাইপ। তারা শর্ত পূরণ করছে মানুষও দিয়ে দিচ্ছে।