সর্বাধিক রেটিং প্রাপ্ত

তনু কিংবা বাংলাদেশ: উত্তর খুঁজে না পাওয়া প্রশ্ন গুলো।

লিখেছেনঃ তরীকুল ইসলাম

বিভাগঃ সাধারণ

সময়ঃ এপ্রিল ৬, ২০১৬ (বুধবার) রাত ১২:৫১

পঠিত ১৯৮০ লাইক ১ প্রিয় ১
রিপোর্ট করুন
রেটিং করুন
আপনি কি এটা ডিলিট করতে আগ্রহী ?
ব্লগটি এডিট করুন
Close
মন্তব্য: ১১ টি

০৬ এপ্রিল ’১৬ সন্ধ্যা ০৬:৫৫

সুকান্ত:  

মানুষ না থাকলে পলিটিক্স, গণতন্ত্র থেকে লাভ কি?

বাসে শত মানুষের সামনে একতা ছেলে একটা নারীকে নির্যাতন করতেছে। সবাই বুঝতেছে কিন্তু সবাই চুপ! বাসে একটাও মানুষ নাই। একটা বাস দিয়ে বুঝলাম আমাদের পুরা সমাজটাই মানুষ শূণ্য হয়ে গেছে। আমরা যেমন আমাদের রাজনীতি ঠিক তাই।

রিপোর্ট করুন

০৬ এপ্রিল ’১৬ সন্ধ্যা ০৬:৫৮

দাউকুটুম্ব:  

অন্ধরা স্বাভাবিক ভাবেই অন্ধকে নির্বাচন করবে। জাত প্রেম বলে একটা বিষয় আছে। এত মানুষের মধ্যে ভোট চুরি হয়ে যায়, আর সবাই বিরোধীতা করলেও বাধা দেয়না, বিষয়টাও তা না। বিরোধীতার মাত্রা ঠিক নাই। অনেকটাই, জোর করে নিতে পারলে নাও- টাইপ। তারা শর্ত পূরণ করছে মানুষও দিয়ে দিচ্ছে।

রিপোর্ট করুন

০৬ এপ্রিল ’১৬ সন্ধ্যা ০৭:০৮

বউ কথা কও:  

এ প্রশ্ন গুলোর কোন এন্সার নেই।

রিপোর্ট করুন

০৭ এপ্রিল ’১৬ বিকাল ০৫:১০

চে'র সাইকেল:  

আমিতো কোন মানুষ দেখিনারে!শুধু জীব জানোয়ারের দল

রিপোর্ট করুন
ছবি আপলোড করুন
ছবি আপলোড করুন