সর্বাধিক রেটিং প্রাপ্ত

চার্লি চাপলিন হাসালেও নিজে কেঁদেছেন!

লিখেছেনঃ শিশির

বিভাগঃ স্মৃতিচারণ

সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৬ (বৃহস্পতিবার) বিকাল ০৪:২৮

পঠিত ২৯৪৫ লাইক ৪ প্রিয় ২
রিপোর্ট করুন
রেটিং করুন
আপনি কি এটা ডিলিট করতে আগ্রহী ?
ব্লগটি এডিট করুন
Close
মন্তব্য: ১২ টি

২৫ ফেব্রুয়ারি ’১৬ বিকাল ০৪:৩৯

সুকান্ত:  

কৌতুক শিল্পীরা আমাদের কষ্টগুলো দূর করেন। বিনিময়ে আমরা তাদের কাছ থেকে শুধু স্বার্থটাই প্রত্যাশা করি। তাদের দুঃখ থাকতে পারে, তাদেরও জীবন আছে, এই দিকগুলো আমরা ভুলে যাই। আমার খুব কাছের একজন কৌতুক অভিনেতা একবার দুঃখ করে বলছিলেন, তিনি কষ্ট পেয়ে একটা কথা বললেও সবাই হাসে!


আমি ভেবে দেখলাম, এরচেয়ে কষ্ট আর কিউছু হতে পারেনা। এই শিল্পীরা আমাদের দুঃখ ভুলানোর বদলে নিজেদের দুঃখগুলোকে হত্যা করতে বাধ্য হন। সামান্য শান্তনাও পাননা। এমনই আরেকজন শিল্পীর নাম করব, দিলদার!


চার্লি এবং দিলদাররা অসাধারন মানুষ। সেজন্যই মানুষের এত কাছে আসতে পেরেছেন।

রিপোর্ট করুন

২৫ ফেব্রুয়ারি ’১৬ বিকাল ০৫:১০

মুক্তি পাগল:  

দিলেন তো মনটা নষ্ট করে ভাই!

রিপোর্ট করুন

২৫ ফেব্রুয়ারি ’১৬ বিকাল ০৫:১৬

পাগলা বাবা:  

সুখ দিতে হলে দুঃখ পেতে হয়।

রিপোর্ট করুন

২৫ ফেব্রুয়ারি ’১৬ রাত ১০:৪১

তরীকুল ইসলাম:  

প্রত্যেকটা কৌতুকাভিনেতার জীবনেই কিছু অশ্রুশিক্ত অধ্যায় থাকে।

চার্লি চ্যাপলিন ছিলেন মহাঅভিনেতা!!!

রিপোর্ট করুন

২৭ ফেব্রুয়ারি ’১৬ বিকাল ০৩:৫৬

চিঙগিস খান:  

তার কান্নার কোন ঘটনাই জানলামনা আর আপনি বলছেন,চ্যাপলিন হাসালেও নিজে কেঁদেছেন!হেডলাইনের সাথে টেক্সটের কোন মিল খুজে পেলামনা।

রিপোর্ট করুন
ছবি আপলোড করুন
ছবি আপলোড করুন