আপনি কি হ্যাকিং এর শিকার?
হ্যাকিং মারাত্মক একটি প্রযুক্তিগত সমস্যা। জীবন্ত মানুষের কাছ থেকে ছলনা কিংবা শক্তি দিয়ে যেভাবে সম্পদ কেড়ে নেয়া হত সেভাবেই এখন সম্পদের সাথে মান-সম্মান হরনের মত নিকৃষ্ট ব্যাপার ঘটছে! একজন মানুষের সোসাল সাইট হ্যাক হলে কত মারাত্মক তার পরিনতি? ভেবেছেন? তার ব্যাক্তিগত তথ্য ও পারিবারিক গোপনীয়তার সবই তখন সম্পূর্ণ অপরিচিত ও শত্রু মনভাবের কোন ব্যাক্তির হাতে বন্দি!
ভাবা যায়...??
এই তথ্যের কারনেই হুমকির শিকার হয়ে কত মানুষ নিরবেই বিলিয়ে দিচ্ছেন তাদের সম্পদ কিংবা সম্মান, তার কোন হিসেব নেই। কোন ডকুমেন্টস নেই, নেই প্রতিকার! সম্মান ও ব্যাক্তিগত-পারিবারিক তথ্য একজন মানুষকে নিমিষেই আটক করতে পারে।
তাই সামাজিক মাধ্যম ব্যবহারে সাবধান হোন। জীবনের চেয়ে সম্মানের প্রশ্ন বড় হয়ে দেখা দেয় বাঙ্গালী জীবনে। তাই আমাদের দেশীয় সামাজিকতায় সামাজিক মাধ্যমের ভয়াবহ দিকগুলো একেবারেই ভয়াবহ পর্যায়ের!
সিকিউরিটি নিয়ে একেবারে না জানাটা এক ধরনের বিপদের কারন। ট্রাফিক সিগলান জানা একজন ড্রাইভারের যেমন কর্তব্য ঠিক তারচেয়ে বেশি দ্বায়িত্ব একজন অনলাইন ব্যবহারকারীর সিকিউরিটি জ্ঞান অর্জন।
ডিজিটাল বাংলাদেশের পথে আমাদের জীবন শান্তিময় হোক। অশান্তি থেকে বাঁচুক বাঙ্গালী। সেই প্রত্যাশায় গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করছি-
ট্যাগ ও ট্রেন্ডঃ
ভাবা যায়...??
এই তথ্যের কারনেই হুমকির শিকার হয়ে কত মানুষ নিরবেই বিলিয়ে দিচ্ছেন তাদের সম্পদ কিংবা সম্মান, তার কোন হিসেব নেই। কোন ডকুমেন্টস নেই, নেই প্রতিকার! সম্মান ও ব্যাক্তিগত-পারিবারিক তথ্য একজন মানুষকে নিমিষেই আটক করতে পারে।
তাই সামাজিক মাধ্যম ব্যবহারে সাবধান হোন। জীবনের চেয়ে সম্মানের প্রশ্ন বড় হয়ে দেখা দেয় বাঙ্গালী জীবনে। তাই আমাদের দেশীয় সামাজিকতায় সামাজিক মাধ্যমের ভয়াবহ দিকগুলো একেবারেই ভয়াবহ পর্যায়ের!
সিকিউরিটি নিয়ে একেবারে না জানাটা এক ধরনের বিপদের কারন। ট্রাফিক সিগলান জানা একজন ড্রাইভারের যেমন কর্তব্য ঠিক তারচেয়ে বেশি দ্বায়িত্ব একজন অনলাইন ব্যবহারকারীর সিকিউরিটি জ্ঞান অর্জন।
ডিজিটাল বাংলাদেশের পথে আমাদের জীবন শান্তিময় হোক। অশান্তি থেকে বাঁচুক বাঙ্গালী। সেই প্রত্যাশায় গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করছি-
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ৪ টি
০৬ ফেব্রুয়ারি ’১৬ রাত ০৯:১৪
নীতি ঠিক না থাকলে পাসওয়ার্ড লুকাইবেন কেমনে? মানুষের পাসওয়ার্ড হইল জীবনটা। এইটাও অন্য মানুষের হাতে হ্যাক হইতে পারে।
নীতি ছাড়া পলানের রাস্তা করা হয়নাই। নীতি হারাইয়া গ্রামের ভিক্ষুকও একদিন মন্ত্রীর খুনি হইব। লেইখা রাখেন।