নীরবেই কাঁদবো

আমি নীরবেই কাঁদবো
নিরবেই হাসবো,
কখনও বলবো না আর
আমার কান্না পাচ্ছে দেখে যাও একবার
আমি নীরবেই জ্বলবো
নীরবেই মরবো
কখন বলবো না আর
মরার বেলা এই তৃষ্ণার্ত ঠোঁটে একফোঁটা জল দাও একবার।
আমি নীরবেই সইবো
নীরবেই দেখবো
কখনও বলবো না আর
পোড়া হৃদয়খানি দেখে যাও একবার।
আমি নীরবেই ভালবাসবো
নীরবেই হৃদয়ে রাখবো
কখনও বলব না আর
কত ভালবাসি তোমায়, চেয়ে দেখ একবার।
আমি নীরবেই ভাববো
নীরবেই কাছে রাখবো
কখনও বলবো না আর
একবার কাছে এসে দেখে যাও মুখটি আমার।
আমি নিরবেই অদৃশ্য হবো
নীরবেই চলে যাব
কখনও বলব না আর
চিরতরে চলে যাচ্ছি বিদায় দাও এবার।
ট্যাগ ও ট্রেন্ডঃ
১৭ জানুয়ারি ’১৬ বিকাল ০৫:১৮
সাধক:
আমি নিরবেই অদৃশ্য হবো
নীরবেই চলে যাব
কখনও বলব না
আর চিরতরে চলে
যাচ্ছি বিদায় দাও এবার।
১৭ জানুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:২৪
কখনও বলবো না আর
একবার কাছে এসে দেখে যাও মুখটি আমার।
এত রাগ ভালো না কবি
১৭ জানুয়ারি ’১৬ রাত ০৮:১৪
কাঁদুন, বেশী করে কাঁদুন। ঝেড়ে কেশে কাঁদুন। কাঁদলে চোখ পরিস্কার হয়। কাঁদার সময় আমাকে জানিয়েন। আমিও কাঁদার সহযোগী হবো।
১৮ জানুয়ারি ’১৬ বিকাল ০৩:১০
আমি নীরবেই ভালবাসবো
নীরবেই হৃদয়ে রাখবো
কখনও বলব না আর
কত ভালবাসি তোমায়, চেয়ে দেখ একবার।