বিলীন হয়ে যাচ্ছে সৌন্দর্যবর্ধনকারী বানর!

মাত্র বছর চারেক আগেও সন্তোষপুর বিট অফিসকে ঘিরে ছিল প্রায় পাঁচ শতাধিক বানর। আর এখন এর সংখ্যা প্রায় শতাধিক। বনজঙ্গল উজাড় ও খাদ্যের অভাবে বানরগুলোর সংখ্যা দিনদিন কমে আসছে। উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম কর্নারে সন্তোষপুর বনবিট ও রাবার প্রকল্প।
নিপুণ শিল্পীর তৈরি ১ হাজার ৩৬ একর এলাকা জুড়ে রয়েছে রাবার বাগান। ৮নং রাঙ্গামাটিয়া ও ১নং নাওগাও ইউনিয়নে রয়েছে ২ হাজার ৮শ ৬৩ দশমিক ১৪ একর এলাকা জুড়ে প্রাকৃতিক ও কৃত্রিম বনাঞ্চল। রাবার প্রকল্প থেকে প্রায় ২ কিলোমিটার লালমাটির পথ সন্তোষপুর বনবিট অফিস। বর্তমানে বিট অফিসকে ঘিরে রয়েছে প্রায় আড়াই শতাধিক বানর। বানরগুলোর খাবারের একমাত্র ভরসা দর্শনার্থী। দশনার্থী দেখলে চারদিক থেকে খাবারের আশায় তাদের কে ঘিরে ফেলে। বিট অফিস এর সাথে ভ্রাম্যমাণ দুইটি দোকান বসে। সে দোকানগুলো থেকে দর্শনার্থীরা কলা, বাদাম, মুড়ি, চানাচুর ও সাগরি কিনে দিলে কিছুটা আহার জুটে বানরগুলোর। সরজমিনে দেখা যায় দর্শনার্থীরা বানরগুলোকে খাবার দিচ্ছে। আর বানরগুলো মাথায়, কাঁধে বসে খাবার নিচ্ছে। কাউকে আঁচড় বা কামড় দিচ্ছে না। বানর এর সাথে দুষ্টামি করলে কামড় এর ভয় দেখাচ্ছে। ৪/৫ টি বানরকে দেখা যায় গর্ভবতী। ৪/৫টি বানর বাচ্চার মা। কিছু বানর রোগে আক্রান্ত। তবে দর্শনার্থীদের দেয়া খাবারের পরিমাণ অনেক কম। গড়ে একেক জন দোকানদার প্রতিদিন ৭/৮ শ টাকার খাবার বিক্রি করেন তারা। তারমধ্যে বানরের খাবার মুড়ি, চানাচুর, সাগরী, বাদাম, কলা, বিস্কুট বিক্রি হয় ৩০০/৪০০ টাকা। তবে শংকার ব্যাপার হল, বানরগুলো যখন ক্ষুধার তাড়নায় মানুষের বাড়ি বাড়ি ছুটে যায় তখন মানুষ সেগুলোকে লাঠি, দা ইত্যাদি দিয়ে আঘাত করে।
সন্তোষপুর গ্রামের জনগণ বলেন,
সন্তোষপুর বিট ও রাবার বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ও শোভাবর্ধনকারী বানরগুলোর জন্য সরকারিভাবে বনের ভিতর খাবারের ব্যবস্থা একান্ত প্রয়োজন।
বনের এ শোভাবর্ধনকারীদের বাঁচাতে প্রশাসনসহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে বেঁচে যেতে পারে আল্লাহর একটি সৃষ্টিজীব।
ট্যাগ ও ট্রেন্ডঃ
১২ জানুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:০২
ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।বন্য দস্যুদের প্রত্যেককে ক্রস ফায়ার দেয়া উচিত
১২ জানুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:৩২
কত আইন দেখলাম, কত আর্টিকেল দেখলাম। বাস্তবতা হলো বন উজাড় হচ্ছে এবং হবে। বন না থাকলে বানর কি ঘরে পোষবো?
১৩ জানুয়ারি ’১৬ বিকাল ০৩:৫৯
বানর থেকে মানুষের সৃষ্টি!সেই বানরই যদি বিলীন হয়ে যায় তাহলে মানুষের অস্তিত্ব টিকবে কেমনে?