জাসদের গঠন ও হঠকারিতা!
মুক্তিযুদ্ধ ফেরত এবং সমাজতান্ত্রিক মানসিকতায় বিশ্বাসী রাজনৈতিক কর্মীদের নিয়ে ১৯৭২ সালের ৩১ শে অক্টোবর স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী দল জাসদের জন্ম হয়। জাসদের প্রথম কমিটির সভাপতি হন মেজর আব্দুল জলীল ও সাধারন সম্পাদক হন আ স ম আব্দুর রব। একই সালের ২৩ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে কমিটি পুনর্গঠন করে ১০৫ সদস্যর কমিটি ঘোষনা করা হয়। একই সম্মেলনে জাসদ তার ঘোষনাপত্র প্রকাশ করে। সেই ঘোষনাপত্রে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা শ্রেণী ও শোষনহীন কৃষক শ্রমিক রাজ্য প্রতিষ্ঠার কথা বলা হয়। ১৯৭৩ সালের মার্চ মাসের নির্বাচনে জাসদ ২৩৭ টি আসনে প্রতিদ্বন্দিতা করে এবং ১৯৭৪ সালে বঙ্গবন্ধুকে উৎখাতের পরিকল্পনা গ্রহন করে, যা সফল করে তোলে ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে। তার কিছুদিন পরেই ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের নেতৃত্ব দেন জাসদের গণবাহিনীর প্রধান কর্নেল আবু তাহের। সিপাহী বিপ্লবের মাধ্যমে খালেদ মোশাররফকে হটিয়ে মেজর জিয়াকে মুক্ত করেন। জাসদের গণবাহিনীর শাখা সংগঠন ছিল বিপ্লবী সৈনিক সংস্থা।সেনাবাহিনীর মধ্যে আধাসামরিক বাহিনী গড়ে তোলা এবং একটি হত্যা মামলার কারনে জিয়া সরকার কর্নেল তাহেরকে মার্শাল ল আইনে মৃত্যুদন্ডে দন্ডিত করেন ১৯৭৬ সালে। ১৯৮০ সালে একটি বিতর্ককে কেন্দ্র করে জাসদ দু-ভাগে বিভক্ত হয়ে যায়। একদল বেরিয়ে গিয়ে বাসদ নামে আরেকটি বামপন্থি সংগঠন কায়েম করে। ১৯৮৬ সালে কাজি আরেফ ও হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ আবার ঘুরে দাড়ায়, জাসদ ইনু নামে পরিচিতি লাভ করে।
১৯৮৮ সালের দিকে জাসদ ভেঙ্গে আট টুকরা হয়ে যায়। ২০০৮ সালে জাসদ আওয়ামী লীগের সাথে মহাজোটে অংশগ্রহন করে।বর্তমানে জাসদ ক্ষমতার অন্যতম অংশীদার। তবে বর্তমানে জাসদ বামপন্থা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে!
ট্যাগ ও ট্রেন্ডঃ
১২ জানুয়ারি ’১৬ রাত ১২:১৭
জাতীয় সুবিধাবাদী দল-জাসদ। এর চামারদের জন্যই দেশে আজ অসহিষনুতা বিরাজমান।
১২ জানুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:২৬
এত সংক্ষেপে জাসদকে ব্যাখ্যা করা যায়না। জাসদের তুলনা এখনোও কেউ নয়। জাসদ বিশাল এক আবেগ। এখনও জাসদ বলে অনেক মহান ব্যাক্তি চিৎকার করে কাঁদেন।
১২ জানুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:২৮
উগ্রবাদী রাজনীতির জন্য অবশ্যই জাসদকে কাঠ গড়ায় দাড় করানো উচিত
১৩ জানুয়ারি ’১৬ বিকাল ০৪:০৩
জাসদের ভূমিকা ছিল পাগলা কুত্তার মত!যখন যারে পাইতো কামড়াইতো,কেউরে না পাইলে নিজেদের মধ্যেই কামড়াকামড়ি লাগাইয়া দলছুটের বনে যাইতো!
১৬ জানুয়ারি ’১৬ বিকাল ০৩:২৬
বাংলাদেশে হত্যা এবং অরাজকতার রাজনীতি মনে হয় তারাই প্রথম শুরু করেছিল, ইতিহাস সেই সাক্ষই বহন করে।