শিক্ষা ও চাকরী
আমাদের দেশের শিক্ষক সমাজ যেভাবে রাস্তায় নেমে আসছেন তাতে আমাদের মত শিক্ষার্থীরা কি হুমকিতে পড়বেন না? বেতন-ভাতা নিয়ে যদি ক্লাস বর্জনের মত ঘটনা ঘটে তাহলে এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর কি হতে পারে?
আমরা শিক্ষাকে যতই ওপরে নিয়ে চিন্তা করিনা কেন, শিক্ষকগণ একে চাকরি ভাবলে আলটিমেট সব কিছুই শূণ্য হবে। শিক্ষকদের বেতন একদিকে যেমন সম্মানজনক হওয়া চাই অন্যদিকে শিক্ষায় মনোনিবেশ করার ক্ষেত্রে শিক্ষকদের নৈতিক ভাবে সৎ হতে হবে। এমন একটি পেশা যা নৈতিক ভাবে সৎ না হলে সব কিছুই নষ্ট হয়ে পড়ে।
একদিকে সরকার ও অন্যদিকে আমাদের শিক্ষকদেরকে এ বিষয়ে একটি ভালো সমাধানে আসতে হবে। মাঝখানে জাতীর মেরুদন্ড যেন ধ্বংস হয়ে না যায়।
ট্যাগ ও ট্রেন্ডঃ
আমরা শিক্ষাকে যতই ওপরে নিয়ে চিন্তা করিনা কেন, শিক্ষকগণ একে চাকরি ভাবলে আলটিমেট সব কিছুই শূণ্য হবে। শিক্ষকদের বেতন একদিকে যেমন সম্মানজনক হওয়া চাই অন্যদিকে শিক্ষায় মনোনিবেশ করার ক্ষেত্রে শিক্ষকদের নৈতিক ভাবে সৎ হতে হবে। এমন একটি পেশা যা নৈতিক ভাবে সৎ না হলে সব কিছুই নষ্ট হয়ে পড়ে।
একদিকে সরকার ও অন্যদিকে আমাদের শিক্ষকদেরকে এ বিষয়ে একটি ভালো সমাধানে আসতে হবে। মাঝখানে জাতীর মেরুদন্ড যেন ধ্বংস হয়ে না যায়।
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ৪ টি
১১ জানুয়ারি ’১৬ বিকাল ০৪:১০
দাম বাড়ছে। টাকা না কামাইলে খাইব কি? বই খাতা তো খাওয়ন যায়না।
১১ জানুয়ারি ’১৬ সন্ধ্যা ০৬:১০
সম্মান কি চেয়ে নেবার জিনিস!কি শিখলেন আর কিইবা শেখালেন ছাত্রদের?ধিক আপনাদের মত স্বার্থান্বেষী ফাকিবাজ শিক্ষকদের!