সর্বাধিক রেটিং প্রাপ্ত

প্রেমের কবি নজরুল

লিখেছেনঃ শর্মিলা ঠাকুর

বিভাগঃ প্রেম

সময়ঃ ডিসেম্বর ২২, ২০১৫ (মঙ্গলবার) সকাল ১১:৫০

পঠিত ৩৫৬২ লাইক ৩ প্রিয় ০
রিপোর্ট করুন
রেটিং করুন
আপনি কি এটা ডিলিট করতে আগ্রহী ?
ব্লগটি এডিট করুন
Close
মন্তব্য: ১৩ টি

২২ ডিসেম্বর ’১৫ সকাল ১১:৫৪

কানাই:  

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়


সেকি মোর অপরাধ?

রিপোর্ট করুন

২২ ডিসেম্বর ’১৫ রাত ১২:২২

কাবিলা:  

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

আমার কথার ফুল গো

আমার গানের মালাগো

কুড়িয়ে তুমি নিয়ো।

রিপোর্ট করুন

২২ ডিসেম্বর ’১৫ বিকাল ০৪:১৪

সাইক্লোন:  

প্রিয় এমন তার নয় হবে,এমন রাত যেন যায়না বৃথা।

রিপোর্ট করুন

২২ ডিসেম্বর ’১৫ বিকাল ০৪:১৯

কাব্য:  

ফুল যদি নিই তোমার হাতে

জল রবে গো নয়ন পাতে

অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।


শাওন রাতে যদি স্মরণে আসে মোরে

বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে



আমার প্রিয় গান ...


রিপোর্ট করুন

২২ ডিসেম্বর ’১৫ বিকাল ০৫:১১

পাগলা বাবা:  

নজরুল এমন প্রতীভা যে তাকে একশভাগ উপস্থাপন করা অসম্ভব। তিনি যেসময় বিদ্রোহ করেছেন সে সময় সেটা ছিলো অনন্য। একজন কবি হিসেবে বিদ্রোহের মাধ্যমে তিনিই তার স্বকীয়তা দেখিয়েছেন।


এতে সবাই এই বিষয়টাকেই বিশেষ দৃষ্টিতে দেখে থাকেন। অথচ নজরুল এমন একজন ব্যাক্তিত্ব যিনি সর্বাধিক ভক্তি সংগীতেরও রচয়িতা। তার ভক্তি সংগীত গেয়ে পুঁজো করা হয়। শতগুণের পাশাপাশি তিনি প্রেমের কবিও।

জীবন্ত দুখু মিয়া শুধু আর্থিক দিক থেকেই বঞ্চিত ছিলেন না, নিজের বহু গুণের কদর না পাওয়া চিরো দুখী মানুষ হলেন নজরুল। উনি বাঙ্গালী জাতির দ্রুবতারা।

রিপোর্ট করুন

২২ ডিসেম্বর ’১৫ বিকাল ০৫:৫৫

মুক্তি পাগল:  

আলগা করো গো খোপার বাঁধন

দিল ওহি মেরা ফাস গায়ি

বিনোদ বেনির জরিন ফিতায় আন্ধা

ইশক মেরা কাস গায়ি

অসাধারন!

রিপোর্ট করুন

২৩ ডিসেম্বর ’১৫ বিকাল ০৪:৪৩

শর্মিলা ঠাকুর:  

হু

আন্ধা ইশক মেরা কাস গায়ি

রিপোর্ট করুন
ছবি আপলোড করুন
ছবি আপলোড করুন