সর্বাধিক রেটিং প্রাপ্ত

মানুষ কখনো জেগে জেগে ঘুমায় না, ওরা অমানুষ

লিখেছেনঃ মাটির ময়না

বিভাগঃ মানবতাবিরোধী

সময়ঃ ডিসেম্বর ২১, ২০১৫ (সোমবার) সন্ধ্যা ০৭:৫৩

পঠিত ২৪২৬ লাইক ০ প্রিয় ০
রিপোর্ট করুন
রেটিং করুন
আপনি কি এটা ডিলিট করতে আগ্রহী ?
ব্লগটি এডিট করুন
Close
মন্তব্য: ১৪ টি

২১ ডিসেম্বর ’১৫ রাত ০৮:০২

চে'র চিঠি:  

সঠিক বলেছেন। এইসব রাজাকারগুলো সত্যিই ডেঞ্জারাস!! দেশের ওপর অন্য কিছু নাই।

রিপোর্ট করুন

২১ ডিসেম্বর ’১৫ রাত ০৮:০৬

সাধক:  

এইসব রাজাকার, আলবদর, আলশামসের নব্যশক্তিকে অলটাইম দৌড়ের উপরে না রাখলে এদেশ কখনই আলোকের দিকে যাত্রা অব্যাহত রাখতে পারবে না। কিছু পেতে অবশ্যই কিছু ত্যাগ স্বীকার করা লাগে। এইসব কুলাঙ্গার গুলোর দিকে নজর রাখা আমাদের জাতিগত দ্বায়িত্ব। - সম্পূর্ণ একমত।

তবে দুটি কথা বলিঃ এসব একাডেমিক কথা মহান মুক্তিযুদ্ধের পর থেকেই অনেকে বলে আসছে। কিন্তু আদতে কি হয়েছে? ওরা ফুলে-ফেঁপে বড় হয়েছে। সব জায়গায় আসন গেঁড়েছে। ইমোশনের শক্ত ভিত্তি দাঁড় করিয়েছে। তাই বলি কি- এসব একাডেমিক কথাই যথেষ্ট নয়। প্রয়োজন বিচক্ষন বুদ্ধিবৃত্তিক লড়াই। যে আদর্শের কথা বলে ওরা মিসগাইড করতে চায়-সেই আদর্শ দিয়েই ওদের ভয়ংকরভাবে ঘায়েল করা যায়। ওদের ভন্ডামি স্রেফ যৌক্তিক উপায়ে তুলে ধরা।


দুইঃ আমরা যেন কোনভাবেই ওদের চিপায় না পড়ে যাই। ওদের পাবলিসিটির ক্ষেত্রেও কি আমরা একটু ওভার রিএক্ট করি নি। আসলে কি ওরা এতটা বড়? আসলে কি ওরা মিডিয়াতে এতটা কভারেজ পাওয়ার যোগ্য? এসবে আল্টিমেটলি কি হচ্ছে? অবচেতন মনে তাদের বড় করে দিচ্ছি না তো?

রিপোর্ট করুন

২১ ডিসেম্বর ’১৫ রাত ০৮:০৮

ভূয়াপূরী:  

ওরা জেগে জেগেই ঘুমায়। মেকী ধর্মের বর্ম পড়ে। ওরা বাংলাদেশে পরাজিত হয়েছে-এটাই প্রতিষ্ঠিত সত্য। খেয়াল করা দরকার যেন নতুন প্রজন্মের কেউ ওদের খপ্পরে আর না পড়ে।

রিপোর্ট করুন

২১ ডিসেম্বর ’১৫ রাত ০৮:১২

পাগলা বাবা:  

ভাল্লাগছে। আরো ভালো লাগত আসলেই দেশের মানুষগুলা ভালো থাকলে।

লেখায় ধইন্না।

রিপোর্ট করুন

২১ ডিসেম্বর ’১৫ রাত ০৮:৫৮

শিশির:  

যারা ধর্মের নামে কথিত অধর্মের কাজ করে তাদেরকে তাদের কথিত ধর্মীয় অনুভূতির কারনেও দমন করা যায়। মূলত ধর্মগুলোই অধর্মের জন্ম দেয়। যার কিছুটা মঙ্গলময় হলেও বেশিরভাগই ক্ষতিকর। এরা অন্ধকারের দিকেই সব কিছু নিয়ে যায়।

রিপোর্ট করুন

২২ ডিসেম্বর ’১৫ সন্ধ্যা ০৬:১২

মুক্তি পাগল:  

ভালো বলেছেন দাদা। একশত ভাগ একমত পোষণ করছি। এগিয়ে যান।

রিপোর্ট করুন
ছবি আপলোড করুন
ছবি আপলোড করুন