ব্লগ একাত্তর ব্যবহার নির্দেশিকা
ব্লগ একাত্তরে আপনাকে স্বাগতম!
বাংলা ব্লগ অঙ্গণে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে ব্লগ একাত্তর। এখানে কিছু সুবিধা যোগ করা হয়েছে যা আমরাই প্রথম ব্লগারদের সামনে উপস্থাপন করছি। তাই নতুন-পুরাতন সকল ব্লগারের জন্যই এই নির্দেশিকাটি প্রয়োজন হতে পারে। ব্লগ একাত্তরে আপনার সময়গুলো আনন্দময় হবে বলে আশা করছি।

দুইভাবে ব্লগ একাত্তর ব্যাবহার করা যাবে-
ক- ‘রেজিষ্টার্ড ইউজার’ বা ব্লগার
খ- ভিজিটর বা রিডার

রেজিস্ট্রেশনের নিয়ম-
ব্লগের একদম ওপরে ডান পার্শ্বে; ‘লগইন’- এ ক্লিক করে একাউন্ট খুলুন অপশন থেকে খুব সহজে রেজিস্ট্রেশন করুন।

এক্ষেত্রে ওপরের সিম্পল ফরমটি পূরণ করেই আপনি হতে পারেন ব্লগ একাত্তরের একজন সম্মানিত ব্লগার।

হোমপেজ পরিচিতি
ব্লগ একাত্তরের একদম ওপরের সারিতে রয়েছে বিভাগ, সম্পাদকীয়, মতামত এবং জেনে নিন অপশন গুলো। এর ঠিক পাশেই বার্তা, অন্যান্য নোটিফিকেশন এবং ব্লগারের প্রোফাইল অপশন আছে।
‘বিভাগ’- বিভাগ অপশনে গিয়ে নির্দিষ্ট বিভাগ বাছাই করে আপনি ঐ বিভাগের ওপর লিখিত সকল ব্লগগুলো একসাথে পাবেন।
‘সম্পাদকীয়’- সম্পাদকীয় পড়তে এখানে ক্লিক করুন।

‘ মতামত’- এই অপশনে গিয়ে আপনি আপনার মতামত, দৃষ্টিভঙ্গি, পরামর্শ, মন্তব্য, অভিযোগ ইত্যাদি সরাসরি ব্লগ একাত্তরের এডমিন প্যানেলকে জানাতে পারেন।

‘জেনে নিন’- এখানে পাবেন,
• নোটিশবোর্ড- ব্লগ একাত্তর কর্তৃপক্ষ থেকে প্রদত্ত নোটিশ গুলো দেখা যাবে এখানে।
• ব্লগ একাত্তর নীতিমালা
• ব্লগ একাত্তর ব্যবহার নির্দেশিকা
• সাধারণ প্রশ্নোত্তর- ব্লগ সংক্রান্ত সাধারন প্রশ্নোত্তর গুলো এখানে পাবেন।
• বাংলায় লিখতে শিখুন- বিভিন্ন কি বোর্ড ব্যবহার করে ব্লগে বাংলা লেখার পদ্ধতী।

‘মন্তব্য’- আপনার পোস্টে কেউ মন্তব্য করলে তা সংখ্যা আকারে উজ্জ্বল হয়ে প্রদর্শিত হবে। মন্তব্যটি দেখা পর্যন্ত তা উজ্জ্বল হয়ে থাকবে।
‘বার্তা’- ব্লগ একাত্তরে ব্লগারগণ বার্তা বিনিময়ের সুবিধা লাভ করবেন। আপনার কাছে কোন ব্লগার বার্তা পাঠালে তা সংখ্যা আকারে, উজ্জ্বল হয়ে এখানে প্রদর্শিত হবে।
‘নোটিশ’- আপনার নিকট ব্লগ একাত্তর হতে প্রেরিত বার্তা কিংবা নোটিশের সংকেত এখানে উজ্জ্বল হয়ে প্রদর্শিত হবে।
‘অন্যান্য নোটিফিকেশন’- মন্তব্য, বার্তা, নোটিশের অপশনের ঠিক বামে আরেকটি নোটিফিকেশনের অপশন রয়েছে। এখানে আপনার ব্লগ সংক্রান্ত বিজ্ঞপ্তি; যেমন- অন্যান্য ব্লগারের পছন্দ হওয়া, ব্লগ প্রিয়তে রাখা এবং আপনাকে প্রিয় করা ইত্যাদি বিজ্ঞপ্তি আকারে জানতে পারবেন। যা ‘বার্তার’ মতই উজ্জ্বল হয়ে সংখ্যা আকারে এখানে প্রদর্শিত হবে।

‘আমার পাতা’- সরাসরি আপনার পাতায় যেতে এখানে ক্লিক করুন।
‘প্রোফাইল পিক’- এখানে আপনার প্রিয় ব্লগার এবং ফলোয়ার ব্লগারের সংখ্যা দেখতে পারেন। আপনার সর্বোমোট টেক্সট ব্লগ, ছবি ব্লগ ও ভিডিও ব্লগ সংখ্যাগত মানে এখানে প্রদর্শিত হবে। আপনি চাইলে এখান থেকেও আপনার পাতায় যেতে পারেন। ব্লগ একাত্তরের ‘লগ আউট’ অপশনটি এখানেই পাবেন।

‘স্যোসাল মিডিয়া লিঙ্ক’- ব্যানার অংশের বাম পাশে বিভিন্ন স্যোসাল মিডিয়ায় ব্লগ একাত্তরের চ্যানেল লিংক রয়েছে।
‘স্ক্রল’- চলমান সপ্তাহে সর্বাধিক রেটিং প্রাপ্ত ব্লগগুলোর শিরোনাম স্ক্রলিং করে ব্যানারের ঠিক নিচের অংশে প্রদর্শিত হবে।
‘সার্চ বক্স’- ‘স্ক্রলের’ পাশেই রয়েছে ‘সার্চ বক্স’। এখানে আপনি চাইলে ‘ব্লগার’ কিংবা ‘ব্লগ’ সার্চ করতে পারবেন।
‘বাংলা ফন্ট সমস্যা’- ‘সার্চ বক্সের’ ঠিক নিচে রয়েছে এ অপশনটি। বাংলা ফন্ট সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন।

‘ব্লগ লিখুন’- ‘স্ক্রল’ অপশনের ঠিক নিচেই রয়েছে এ অপশনটি। ব্লগ জগতে ব্লগ একাত্তর এনেছে ব্যাতিক্রমী উন্নয়ন। শুধু মাত্র ব্লগ একাত্তরেই এখন থেকে সাধারণ ব্লগের পাশাপাশি আপনার ছবি ব্লগ কিংবা ভিডিও ব্লগ তৈরি করতে পারবেন স্বকীয় ব্লগ মর্যাদায়।
ব্লগ লিখার ক্ষেত্রে মুহুর্তেই লিখুন মন খুলে, যখন যেখানে ইচ্ছে তখন সেখানেই! সাথেই পাবেন ব্লগিং স্পেস- ‘ব্লগ লিখুন’!

‘ট্যাগ ও ট্রেন্ড’-
ব্লগ একাত্তরে আপনার লিখা ব্লগটি ‘ট্রেন্ড’ এর সাথে যুক্ত হবে! এক্ষেত্রে ‘ট্যাগ ও ট্রেন্ড’ অপশনটি ব্যবহার করতে হবে। ফলে এবার, ব্লগিং আনন্দ হবে আরও বিস্তৃত! আলোচিত ৭ টি বিষয়কে ট্রেন্ড এ প্রদর্শন করা হবে। পাশাপাশি ট্রেন্ডের জন্য দেয়া শব্দ বা শব্দমালাই ট্যাগ হিসেবে সার্চ ইঞ্জিনে গৃহীত হবে। ফলে সহজেই এ মুহুর্তের সবচেয়ে আলোচিত বিষয়গুলো আপনি জানতে পারবেন।

ব্লগ দেখার সুবিধা-
‘ব্লগ লিখুন’ অপশনের ঠিক নিচেই রয়েছে আরেকটি ভিন্ন মাত্রার সুবিধা! এখন থেকে আপনি চাইলে সকল ব্লগ দেখার সাধারন সুবিধার পাশাপাশি কেবল টেক্সট ব্লগগুলো আলাদা ভাবে দেখতে পারেন। অথবা ছবি ব্লগগুলোকে আলাদা ভাবে একসাথে দেখতে পারেন। চাইলে একত্রে দেখতে পারেন সকল ভিডিও ব্লগগুলোও!
আর ‘নবাগত ব্লগারদের’ ব্লগগুলো দেখার সুবিধা তো থাকছেই। দেখতে পাবেন শুধুমাত্র আপনার ‘প্রিয়জনদের’ ব্লগগুলো একই পাতায়, একসাথে! এছাড়া ব্লগ একাত্তরের ‘নির্বাচিত ব্লগগুলোও’ দেখতে পারেন।
‘নবাগত ব্লগার পাতা’- ‘নবাগত ব্লগারদের’ বিশেষ মনিটরিং ও পরিচর্যার স্বার্থে প্রাথমিক ভাবে তাদের ব্লগগুলো মূল পাতায় প্রকাশ করা হবেনা। এজন্য ব্লগ একাত্তরে বিশেষ একটি নবাগত ব্লগার পাতা যুক্ত হয়েছে। মানসম্মত ব্লগ নিশ্চিত কল্পে নবাগত ব্লগারদের লেখাগুলো মূল পাতায় স্থান পেতে সুযোগ দেয়া হবে।

শ্রেণীবদ্ধ ব্লগ অপশনের ঠিক ডান পার্শ্বেই পাবেন ‘সর্বাধিক পঠিত’ ব্লগের একটি তালিকা। যে ব্লগগুলো সবচেয়ে বেশী পড়া হয়েছে সেগুলোই ‘সর্বাধিক পঠিত’ তালিকায় থাকবে। ‘সর্বাধিক আলোচিত’ ব্লগগুলোর তালিকা এখানেই পাবেন। যে ব্লগগুলোতে সবচেয়ে বেশী মতবিনিময় হয়েছে সেগুলোই ‘সর্বাধিক আলোচিত’ ব্লগের তালিকায় থাকবে। উভয় ক্ষেত্রেই ১০ টি ব্লগের শিরোনাম মূল পেজে প্রদর্শিত হবে।

‘ব্লগ একাত্তরের মূল ব্লগ অংশ’- ‘সর্বাধিক পঠিত’ ও ‘সর্বাধিক আলোচিত’ অংশের ঠিক বাম পাশ থেকেই শুরু- ব্লগ একাত্তরের মূল ব্লগ অংশ।

‘পিন পোস্ট’- সর্বপ্রথমে ‘পিন পোষ্ট’ প্রদর্শিত হবে।
এরপর থেকে সময়ের ক্রমধারার আলোকে আপনার লিখা ব্লগটি প্রদর্শিত হবে। প্রতিটি ব্লগে সর্বশেষ দুটি মন্তব্যকে হোম পেজে প্রিভিউ অংশের সাথে দেখা যাবে।
কোন জনগুরুত্বপূর্ণ পোস্টকে অ্যাডমিনরা চাইলে পিন পোস্ট করতে পারেন।

‘সাম্প্রতিক মন্তব্যসমূহ’- ব্লগের ঠিক ডান পার্শ্বে এই অংশটিতে ‘সাম্প্রতিক মন্তব্য’ গুলো সময়ের ক্রমধারায় দেখতে পাবেন।

‘ট্রেন্ড প্রদর্শণী’- সাম্প্রতিক মন্তব্য অংশের ঠিক নিচেই রয়েছে ব্লগ জগতের আরেকটি নতুন সংযোজন ‘ট্রেন্ড প্রদর্শণী’! ঠিক ঐ মুহুর্তের ৭ টি ট্রেন্ড এখানে প্রকাশিত হবে। যেকোন ট্রেন্ডে (শব্দ/শব্দমালা) ক্লিক করলে ট্রেন্ড সংশ্লিষ্ট ব্লগগুলো একত্রে প্রদর্শিত হবে। ট্রেন্ড অপশনের নিচেই দেখা যাবে
‘অনলাইনে আছেন’- যা ‘ব্লগ একাত্তরের’ ব্লগার ও ভিজিটরের বর্তমান অনলাইন স্ট্যাটাস।

‘সর্বশেষ উপাধিপ্রাপ্ত’- অনলাইন স্ট্যাটাসের ঠিক নিচে রয়েছে সর্বশেষ উপাধিপ্রাপ্ত ব্লগারদের তালিকা। ব্লগ একাত্তরে ব্লগিং পারফর্মেন্সের আলোকে ব্লগারগণ উপাধি অর্জণ করবেন। ব্লগে সর্বশেষ উপাধিপ্রাপ্ত ব্লগারদের তালিকা প্রদর্শিত হবে এখানে। নিচে উপাধিপ্রাপ্তি ও বিসর্জনের নিয়মাবলি দেয়া হল-
উপাধি প্রাপ্তির নিয়মাবলি-
রেটিং অপশন ও মান নির্ধারণঃ
একাউন্ট ওপেন - ১০
ব্লগ - ১০ (প্রতিটি ব্লগ)
লাইক - ১ (প্রতিটি লাইকে)
শেয়ার - ১ ( প্রতিটি শেয়ারে)
রিপোর্ট - '-'১ (নিগেটিভ মান)
রেটিং - (১-৫) ব্লগারের গড় রেটিং
উপাধি ও ক্রমানুসারে পদবিঃ
১. শিক্ষানবীশ (০-৯৯ পয়েন্ট)
শিক্ষানবীশ লেখাগুলো নবাগত পাতায় প্রকাশিত হবে। তাঁরা যেকোন ব্লগেই লাইক/কমেন্ট করতে পারবেন। শিক্ষানবীশ ব্লগারগণ ১০০ পয়েন্ট অর্জনের মাধ্যমে ‘কলম সৈনিক’ উপাধি পেতে পারেন। এরপর থেকে তিনি মূল পাতায় লেখার সুবিধা পাবেন।
২. কলম সৈনিক (১০০-০৯৯৯ পয়েন্ট)
৩. কলম প্রতিক (১০০০-২৯৯৯ পয়েন্ট)
৪. কলম বিক্রম (৩০০০-৩৯৯৯ পয়েন্ট)
৫. কলম উত্তম (৬০০০-৯৯৯৯ পয়েন্ট)
৬. কলম শ্রেষ্ট (১০০০০-উপরে পয়েন্ট)

এই অংশের নিচেই নবাগত ব্লগারদের তালিকা প্রদর্শিত হবে।

সবশেষে রয়েছে আর্কাইভ। এখানে যেকোন মাসের যেকোন তারিখে ক্লিক করে আপনি ফিরে যেতে পারেন সেই দিনের ব্লগ একাত্তরে!

ব্লগের একেবারে শেষে পরবর্তী পেজে যাবার অপশন রয়েছে।
এর নিচে ডান পার্শ্ব বরাবর দেখতে পাবেন ব্লগ একাত্তর নীতিমালা জানার অপশন।
মতামত অপশন।
রয়েছে সম্পাদকীয় দেখার অপশন।
সর্বাধিক পঠিত ব্লগ, সর্বাধিক আলোচিত ব্লগ, নির্বাচিত বিভাগে যাবার অপশন পাবেন সর্বশেষ এই অংশেও।

কাঙ্ক্ষিত ব্লগারের পাতা পরিচিতি
যেকোন ব্লগার সম্পর্কে জানতে সেই ব্লগারের নাম বা প্রোফাইল পিকচারে ক্লিক করুন। আপনাকে ঐ ব্লগারের নিজস্ব পাতায় নিয়ে যাবে। ব্লগারের পাতায় সর্বপ্রথম ব্যানার ও প্রোফাইল পিকচার দেখতে পাবেন।
‘বার্তা’- প্রোফাইল পিকচারের নিচে ব্লগারকে বার্তা পাঠানোর জন্য ‘বার্তা’ অপশন পাবেন।
‘প্রিয় করুন’, ‘ব্লক করুন’- এখানে ক্লিক করে ব্লগারকে আপনার ‘প্রিয়জন’ করতে পারেন। কিংবা আপনার ‘প্রিয়জন’ তালিকা থেকে বাদ দিতে পারবেন। অথবা তাকে ‘ব্লক করতে’ সক্ষম হবেন বিপরীতক্রমে আনব্লক করতে পারবেন।
‘(ব্লগার) সম্পর্কে’, ‘প্রিয় উক্তি’- এখানে ব্লগার সম্পর্কে তার নিজস্ব কথা এবং তার প্রিয় উক্তিটি দেখতে পারেন।

‘(ব্লগারের) তথ্য’- কাঙ্ক্ষিত ব্লগারের সকল ব্লগ এখানে পাবেন। ব্লগারের অন্যান্য তথ্য; যেমন- ব্লগারের পদবী, ব্লগ একাত্তরে তার ব্লগিং সময়কাল, সর্বমোট ব্লগ, ব্লগারের সর্বমোট মন্তব্য, তার ব্লগে মন্তব্যের সংখ্যা, ব্লগারের প্রিয় ব্লগ সংখ্যা, ব্লগারের প্রিয়জন সংখ্যা, ঐ ব্লগার যতজনের প্রিয়জন, ব্লগটির সর্বমোট পঠন তথ্য, ব্লগারের অর্জিত পয়েন্ট, পরবর্তী পদবী এবং প্রয়োজনীয় পয়েন্ট ইত্যাদি প্রদর্শিত হবে।
‘আমার প্রিয়জন’, ‘আমি প্রিয়জন’- এখানে কাঙ্ক্ষিত ব্লগারের প্রিয়জন এবং তিনি যাদের প্রিয় তাদের সকলের প্রোপিক দেখা যাবে। প্রোপিকের ওপর কার্সর নিয়ে গেলে সংশ্লিষ্ট ব্লগারের নাম স্ক্রীনে ভেসে উঠবে।

‘ব্লগে সাম্প্রতিক মন্তব্য’- কাঙ্ক্ষিত ব্লগারের যে সকল লেখায় সম্প্রতি মন্তব্য হয়েছে সেগুলো দেখা যাবে এখানে। মন্তব্যের ক্রমধারায় প্রদর্শিত হবে ৫ টি ব্লগের শিরোনাম।
‘সাম্প্রতিক মন্তব্য করেছি’- কাঙ্ক্ষিত ব্লগারের সম্প্রতি মন্তব্যকৃত ৫ টি ব্লগের শিরোনাম দেখা যাবে। এক্ষেত্রেও মন্তব্যের নূতনত্ব অনুযায়ী ক্রমধারা অবলম্বন করা হবে।

‘প্রিয় ব্লগ’- কাঙ্ক্ষিত ব্লগারের প্রিয় ব্লগ এবং ব্লগারের নাম।
‘সর্বাধিক আলোচিত ব্লগ’- সবচেয়ে আলোচিত ব্লগগুলোর শিরোনাম এবং মন্তব্যের সংখ্যা এখানে প্রদর্শিত হবে।

‘সর্বাধিক পঠিত ব্লগ’- সংশ্লিষ্ট ব্লগে সর্বাধিক পঠিত ব্লগগুলোর শিরোনাম এবং পঠন সংখ্যা এখানে প্রদর্শিত হবে।
‘সর্বাধিক রেটিং প্রাপ্ত ব্লগ’- সংশ্লিষ্ট ব্লগে যেসব ব্লগ সর্বাধিক রেটিং পেয়েছে সেগুলোর শিরোনাম এবং প্রাপ্ত রেটিং এখানে প্রদর্শিত হবে।

তাছাড়া, ব্লগ দেখার সুবিধায় কাঙ্ক্ষিত ব্লগারের ক্ষেত্রেও ব্লগ একাত্তরের নূতনত্বগুলো প্রযোজ্য হবে! অর্থাৎ, আপনি চাইলে কাঙ্ক্ষিত ব্লগারের সকল ব্লগ একসাথে দেখতে পারেন, অথবা কাঙ্ক্ষিত ব্লগারের শুধু টেক্সট ব্লগ, ছবি ব্লগ কিংবা ভিডিও ব্লগগুলোকে আলাদা ভাবে দেখতে পারবেন।

‘আপনার পাতা’ ও প্রোফাইল অপশন
‘আপনার পাতা’- ব্লগ একাত্তরের একেবারে ওপরের অংশে ‘প্রোফাইল পিকচারের’ নিচে আপনার পাতায় যাবার জন্য ‘আপনার পাতা’ অপশনটি পাবেন।


‘এডিট প্রোফাইল’, ‘পাসওয়ার্ড চেঞ্জ’-
‘আপনার পাতায়’ যাবার পর প্রথমেই পাবেন ‘এডিট প্রোফাইল’ অপশনটি। এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল সম্পাদনা এবং পাসওয়ার্ড পরিবর্তণ করতে পারেন।

‘ব্লগ লিখুন’ সুবিধা এবং শ্রেণী অনুযায়ী ব্লগ দেখা- ‘আপনার পাতায়’ গিয়েও আপনি যেকোন স্থানে যেকোন সময় ব্লগ লিখতে স্বক্ষম হবেন। আপনি আপনার ব্লগগুলিকেও একত্রে কিংবা টেক্সট, ছবি বা ভিডিও ব্লগ অনুসারে দেখতে পারেন।

‘আমার তথ্য’- আপনার বিবিধ তথ্য; যেমন- আপনার পদবী, ব্লগ একাত্তরে আপনার ব্লগিং সময়কাল, সর্বমোট ব্লগ, আপনার করা মোট মন্তব্য সংখ্যা, আপনার ব্লগে সর্বমোট মন্তব্য, আপনার প্রিয় ব্লগ সংখ্যা, আপনার প্রিয়জন সংখ্যা, আপনি যতজন ব্লগারের প্রিয়জন, ব্লগের পঠন তথ্য, আপনার অর্জিত পয়েন্ট, পরবর্তী পদবী এবং সেজন্য প্রয়োজনীয় পয়েন্ট ইত্যাদি পাবেন এখানে।

‘আমার প্রিয়জন’, ‘আমি প্রিয়জন’- এখানে আপনি আপনার প্রিয়জন এবং আপনি যাদের প্রিয় তাঁদের প্রত্যেককে দেখতে পাবেন।

‘আমার ড্রাফট সমূহ’- আপনার সংরক্ষণ করা ড্রাফটগুলি এখানে রয়েছে।

‘আমার প্রিয় ব্লগ’- আপনার প্রিয় ব্লগের তালিকা ও ব্লগারের নাম।

‘আমার সাম্প্রতিক মন্তব্য’- যেসব ব্লগে আপনি সম্প্রতি মন্তব্য করেছেন সেখান থেকে ৫ টি ব্লগ সময়ের ক্রমধারায় এখানে প্রদর্শিত হবে।
‘আমার ব্লগে সাম্প্রতিক মন্তব্য’- আপনার যেসব ব্লগে সম্প্রতি মন্তব্য হয়েছে সে ব্লগগুলোর ৫ টি সময়ের ক্রমধারায় এখানে প্রদর্শিত হবে।

‘আমার সর্বাধিক আলোচিত ব্লগ’- আপনার ব্লগগুলোর মাঝে যেসব ব্লগ সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেগুলোর শিরোনাম এখানে প্রদর্শিত হবে।
‘আমার সর্বাধিক পঠিত ব্লগ’- আপনার ব্লগগুলোর বেশি পঠিত ব্লগগুলো শিরোনাম এখানে প্রদর্শিত হবে।

‘আমার সর্বাধিক রেটিং প্রাপ্ত ব্লগ’- আপনার ব্লগগুলোর মাঝে যেসব ব্লগ সবচেয়ে বেশি রেটিং অর্জন করেছে সে ব্লগগুলোর শিরোনাম এখানে প্রদর্শিত হবে।
ব্লগ লিখন, সংকলন, ডিলিট, রেটিং প্রদান, মন্তব্য করন, লাইক প্রদান ইত্যাদি

‘ব্লগ লিখুন’, ‘ড্রাফট’ হিসেবে সংরক্ষণ করুন- ব্লগ একাত্তরের যেকোন স্থানে, যেকোন পেজে ‘ব্লগ লিখুন’ অপশনটি পাবেন। ফলে কোন বিষয়ে ভাবনা জাগার পর তার প্রকাশ কিংবা ড্রাফট করে রাখার জন্য অন্য কোথাও গমনের প্রয়োজন হবেনা। মুহুর্তেই লিপিবদ্ধ করতে পারবেন আপনার ভাবনাগুলো। তবে টেক্সট ব্লগ ড্রাফটের জন্য সর্বনিম্ন ক্যারেক্টারের শব্দ অবশ্যই লিখতে হবে।
‘ট্রেন্ড ও ট্যাগ সংযুক্তি’- ব্লগ লিখার পর লিখাটির মূল বিষয়কে ট্যাগ এবং ট্রেন্ডে যুক্ত করতে ‘ট্যাগ ও ট্রেন্ড’ অপশনটি ব্যবহার করুন। এক্ষেত্রে সর্বোচ্চ ৭ টি ট্যাগ ব্যবহার করা যাবে।


‘ছবি ব্লগ ও ভিডিও ব্লগ’- ব্লগ একাত্তরে টেক্সট ব্লগের পাশাপাশি আলাদা করে ‘ছবি ব্লগ’ এবং ‘ভিডিও ব্লগের’ সুবিধা পাচ্ছেন। ভিডিও ব্লগ তৈরির ক্ষেত্রে ‘আপাতত’ ইউটিউব ভিডিও লিংক দিয়ে ভিডিও ব্লগ তৈরি করতে পারবেন।

‘বিভাগ’- যেকোন ব্লগ গঠনের পর বিভাগ সিলেক্ট করে দিন। তাতে সংশ্লিষ্ট বিভাগের ব্লগে আগ্রহী পাঠক আপনার ব্লগটিও পেয়ে যাবেন।

‘সাধারন সুবিধাগুলো’- ব্লগ লিখার পর লিংক সংযুক্তি, ইমোর ব্যবহার, টেক্সটে ইতালিক স্টাইল প্রদান, বোল্ড করা, আন্ডারলাইনের মত সাধারন সুবিধাগুলো ব্যবহার করতে পারেন।
‘প্রিভিউ, ড্রাফট’- ব্লগটি লিখার পর তা পোষ্ট করবার আগে প্রিভিউ দেখা কিংবা তা ড্রাফট হিসেব সেটা সংরক্ষণ করতে পারেন।

‘এডিট/ ডিলিট’- ব্লগ প্রকাশের পর তা এডিট কিংবা ডিলিট করার সুযোগ থাকবে।
‘রেটিং প্রদান, লাইক করা এবং প্রিয় করা’- ব্লগের মান ও পছন্দের আলোকে তাতে রেটিং দেয়া যাবে। প্রিয় হিসেবে সংরক্ষণ এবং লাইক করা যাবে।

রিপোর্ট- কোন ব্লগের ব্যাপারে আপত্তি থাকলে তা বিস্তারিত আকারে রিপোর্ট করে এডমিন প্যানেলের দৃষ্টিগোচর করা যাবে।

মন্তব্য, প্রতি মন্তব্য- এখানে মন্তব্য ও প্রতিমন্তব্য করার অপশন।
মুক্তিকামী বাঙালির সর্বাঙ্গীন বাঙালিয়ানা চর্চায়, একাত্তর চেতন। ব্লগ একাত্তর !
ট্যাগ ও ট্রেন্ডঃ
২১ ডিসেম্বর ’১৫ রাত ০৯:০৯
সবচেয়ে ভালো লেগেছে ট্রেন্ড বিষয়টা। এটা প্রয়োজন ছিলো। আর অন্যান্য নতুন ফিচার গুলোও ভালো হয়েছে। বিশেষ করে ছবি ও ভডিও ব্লগ আলাদা করে দেখার সুবিধাটা অসাম!
২৪ ডিসেম্বর ’১৫ বিকাল ০৪:২১
অভার'অল মোটামোটি ভালোই হয়েছে। তবে সমৃদ্ধের ধারা যেন বজায় থাকে।
২৫ ফেব্রুয়ারি ’১৬ রাত ১২:৫৮
"চিকিৎসা" নামে কোন বিভাগ খোলা উচিৎ ছিল। যারা চিকিৎসা বিষয়ক লিখতে চায় তাদের জন্য উপকার হত।