ভাষা দিবসে আদিবাসীদের ভাষা কেমন আছে?
বায়ান্নোর ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন রফিক,জব্বার,সালাম,বরকত সহ আরও অনেকে। শুধু মাত্র বাংলার জন্যে জীবন দিয়েছেন তারা,মায়ের ভাষাকে বাঁচানোর জন্যে রাজপথে নেমেছিলেন তাদের মত অনেক ছাত্র।
হাজার সালাম জানাই তাদের প্রতি,যাদের রক্তের বিনিময়ে আজ বাংলার বুকে মাথা উঁচু করে আছি। কিন্তু বাংলার পাশাপাশি যে আরও কত ভাষার মানুষের বসবাস এই দেশে?যারা আজও নিজের ভাষায় লিখতে পারেনা ঠিক আমার মত করে। জাতিগত চাকমা হলেও আমি এখনও নিজের ভাষায় লিখতে পারিনা,অথচ আমার ভাষাটা আজ বিশ্বের দরবারে উন্মুক্ত।
এইতো কয়েক বছর হলো সরকার একাডেমিক বই চালু করেছে প্রাইমারি লেভেলে,দুঃখের বিষয় এখনো তা কাজে আসেনি আমাদের মাঝে। প্রাইমারি লেভেলে এখনও শিক্ষক নিয়োগ হয়নি শুধু মাত্র দক্ষতার অভাবে। অথচ মোবাইলে আজ উন্মুক্ত আমাদের ভাষা,এমনকি Apple ও আজ চাকমা ভাষা support হচ্ছে।
শুধু কি চাকমা ভাষা?না,মারমা,তঞ্চঙ্গা,ত্রিপুড়া সহ আরো অনেক ভাষা আছে বাংলাদেশে। অনেকে হয়তো ভূলেও গিয়েছে তাদের মায়ের ভাষা সচেতনতার অভাবে কিংবা একাডেমিক বই বা শিক্ষার অভাবে।
আসুন,সবাই আমরা নিজেদের মায়ের ভাষাকে প্রাণ দেই,রক্ষা করি মায়ের অ আ শব্দকে।
ট্যাগ ও ট্রেন্ডঃ
হাজার সালাম জানাই তাদের প্রতি,যাদের রক্তের বিনিময়ে আজ বাংলার বুকে মাথা উঁচু করে আছি। কিন্তু বাংলার পাশাপাশি যে আরও কত ভাষার মানুষের বসবাস এই দেশে?যারা আজও নিজের ভাষায় লিখতে পারেনা ঠিক আমার মত করে। জাতিগত চাকমা হলেও আমি এখনও নিজের ভাষায় লিখতে পারিনা,অথচ আমার ভাষাটা আজ বিশ্বের দরবারে উন্মুক্ত।
এইতো কয়েক বছর হলো সরকার একাডেমিক বই চালু করেছে প্রাইমারি লেভেলে,দুঃখের বিষয় এখনো তা কাজে আসেনি আমাদের মাঝে। প্রাইমারি লেভেলে এখনও শিক্ষক নিয়োগ হয়নি শুধু মাত্র দক্ষতার অভাবে। অথচ মোবাইলে আজ উন্মুক্ত আমাদের ভাষা,এমনকি Apple ও আজ চাকমা ভাষা support হচ্ছে।
শুধু কি চাকমা ভাষা?না,মারমা,তঞ্চঙ্গা,ত্রিপুড়া সহ আরো অনেক ভাষা আছে বাংলাদেশে। অনেকে হয়তো ভূলেও গিয়েছে তাদের মায়ের ভাষা সচেতনতার অভাবে কিংবা একাডেমিক বই বা শিক্ষার অভাবে।
আসুন,সবাই আমরা নিজেদের মায়ের ভাষাকে প্রাণ দেই,রক্ষা করি মায়ের অ আ শব্দকে।
ট্যাগ ও ট্রেন্ডঃ
কোন মন্তব্য নাই.