সায়েন্টিফিক কষ্ট

ভালোবাসা পেলে অামার ভেতরে কষ্টেরা নদী হয়ে উঠে। তারপর কথাহীন স্বশব্দে বয়ে যায় মধূর বেদনাময়। বয়ে যেতে যেত অাকস্মাৎ গাঁঢ় নীল হয়।
তখন তোমরা তাকে সাগর বলো। তার রং বিষের ও বেদনার রং। গাঁঢ় নীল। উত্থাল পাতাল তার জীবন, বড়ই অস্থির।
সাগরের বুকে জমা হয় হরেক মানুষের অশ্রু। বেশ্যার অশ্রু, কৃষকের, প্রভু ও পাদ্রীর অশ্রু। তারপর লবনাক্ত হয়ে উঠে, ফেনিয়ে ওঠে। মদ্যপ মানুষের মত ঢলতে থাকে সাগর।
একদিন লবনচাষী সমস্ত অশ্রুকে সায়েন্টিফিক পদ্ধতিতে অাহরণ করে। তোমরা তাকে সোডিয়াম ক্লোরাইড বলো। তারপর মানুষের কষ্টেরা পুনর্বার মানুষের ভেতরে ঢোকে। ভাতে-মাছে পাতে পাতে।
ট্যাগ ও ট্রেন্ডঃ
কোন মন্তব্য নাই.