আমাদের মধ্যে বিদ্যমান আমিই আমাদের ধ্বংস করছে প্রতিনিয়ত

আপনি একটু খেয়াল করলে দেখবেন
আমরা বরাবরই ধ্বংস দেখে মজা পাই।
আমাদের মনের কোথায় যেন একটা অন্য আমি আছে।যে আমিটা ধ্বংস দেখার জন্য ধ্বংস করার জন্য প্রতিনিয়ত আমাদের ইন্ধন জুগিয়ে যাচ্ছে।
,
একটু ভেবে দেখুন তো
টুইনটাওয়ার কিংবা টাইটানিক ধ্বংসের দৃশ্য এবং দুবাই এর বুর্জ খলিফা ভবন তৈরীর দৃশ্যের মাঝে কোনটা আপনার কাছে সব থেকে বেশি চমকপ্রদ মনে হয় ?
,
ড্রন তৈরী করার কৌশলের থেকে ড্রন হতে বোমা ফেলে ধ্বংসজজ্ঞ চালানোর কৌশলের প্রতি আমরা বেশী আগ্রহী
,
এবার একটু শৈশবে ফিরে যান
আপনার ছোট অথবা বড় ভাই/বোন খুব যত্ন করে একটা ছবি আর্ট করেছে কিংবা কাগজ দিয়ে একটা কিছু বানিয়েছে
একটু মনে করুন তো আপনি কতবার সেগুলো নষ্ট করে দাঁত কেলিয়ে হেসেছেন ।
,
বর্তমানে আমাদের সমাজে অহরহ এই কাজ টা হচ্চে
আমরা প্রতিনিয়ত অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে তার জশ খ্যাতি ধ্বংসের জন্য নিজের জীবন পযন্ত বাজি রাখছি।
,
সে সেলিব্রেটি হলে তার এমএমএস বের করছি
সে লেখক হলে তার লেখায় কপি/চুরি অভিযোগ আনছি
সে রাজনিতীবিদ হলে তার পিছনে মামলা ঠুকে দিচ্ছি
সে শিক্ষক হলে তার বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ আনছি
সে ব্যবসায়ী হলে তার বিরুদ্ধে দূর্নিতির আভিযোগ আনছি
,
আমরা কিছুতেই আমাদের ভিতরের সেই সহজাত আমি টাকে লোহার শিকলে আষ্টে পৃষ্টে বেধে রাখতে পারছি না।
আমরা তখনই কেবল আমাদের ভিতরের সেই আমিকে বেধে রাখতে পরব যখন এই শিকলটি লোহার বদলে হবে ধর্মীয় অনুশাসনের এবং যার প্রত্যেকটি কড়া তৈরী হবে নিঃস্বার্থ মন দিয়ে।
ট্যাগ ও ট্রেন্ডঃ
কোন মন্তব্য নাই.