যদি নিজেকে খারাপ ছাত্র ভাবো তবে তুমি শেষ, যদি তুমি ঘুরে দাড়াও তবে তুমিই বাংলাদেশ
,
তুমি ক্লাসের র্ফাস্ট বয় অথবা গার্ল।প্রত্যেক ক্লাসেই তোমার জন্য ১ রোল এবং ফাস্ট ব্রেঞ্চ টা ফিক্সড করাই থাকে।যে ব্রেঞ্চে তুমি কখনও কোন খারাপ ছাত্র কে এলাও করো না কেননা তোমার আম্মু তোমাকে বলেছে "সৎ সঙ্গে স্বর্গেবাস অসৎ সঙ্গে সর্বনাস"
অথচ তুমি কি জানো ? সে খারাপ ছাত্রের আম্মু ও তাকে এ একই কথা বলেছে তাইতো সে প্রতিদিন তোমার পাশে বসতে চায়।।।কেননা তারও তো মন চায় ক্লাসে ১ রোল করে বাবা মার মুখে হাসি ফোটাতে।ভালো রেজাল্টের আনন্দে সেদিন বিকালে পরিবার সহ পার্কে ঘুরতে যেতে।
,
সে হয়তো ম্যাথ ফিজিক্স ইংরেজী তে দূর্বল তাই তার বরাবরই রেজাল্ট খারাপ হয় ।এ কারনেই তোমার কাছে তার কোন দামই নেই।
অথচ তুমি জানোই না তার মস্তিষ্কের ও অতি ধারালো একটা দিক আছে যার তোমার ভালো রেজাল্টের সার্টিফিকেটকে এক নিমিষেই সে ফালাফালা করে দিতে পরে।
,
হয়তো সে খারাপ ছাত্রটাই আর্ট অনেক ভালো পারতো তাই তো তুমি চারুকলার স্টুডেন্ট হওয়া সত্বেও ইন্টারন্যাশনাল চিত্রকলা প্রর্দশনীতে তোমার চিত্রকর্মের পাশে তার চিত্রকর্ম টি জ্বল জ্বল করছে
,
হয়তো সে ছেলেটাই ভালো গল্প লিখতো তাইতো সে বাংলা একাডেমি পুরুষ্কারে ভূষিত হওয়ার পর দর্শক সারিতে হাত তালির শুরু তোমার থেকেই হয়
,
হয়তো সে ছেলেটা ভালো লীড দিত পারতো তাইতো সে আজ মন্ত্রী যার একটা কলমের খোচায় তোমার মত কয়েকশ বিসিএস ক্যাডারের মাসিক বিল আটকে যেতে পারে
,
হয়তো সে ছেলেটা মাস্তান টাইপ ছিল তাইতো সে আজ তোমার কলেজ কমিটির হেড যার জন্য যে কোন অনুষ্ঠানে প্রধান অতিথির চেয়ার টা বরাদ্দ থাকে
,
কিন্তু তোমার কথা একবার ভেবে দেখ ! যদি লেখাপড়া দিয়ে তুমি সাইন করতে না পার তো কি হবে তোমার ?
সব সময় একটা কথা মনে রাখবা টমাস আলভা এডিসনের কথাটা "পরীক্ষার ঐ কয়টা পৃষ্ঠা আমার ভবিষ্যৎ নির্ধারন করে দিতে পারে না"
,
"খারাপ ছাত্রদের জয় হোক
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ২ টি