"চলুন সবাই চুপ থাকি"
অামরা ক্রাস খোর প্রজন্ম। সাবিলা নূর অার শবনম ফারিয়া এর উপর ক্রাস খাওয়া প্রজন্ম। ব্যাংকের টাকা লোপাট হয়ে যায় অার অামরা ক্রাস খাই, ওয়ানডে-টি টোয়েন্টি ক্রিকেট দেখি।
অামরা অনেক কিছুই পারি। টং দোকানে চা খেয়ে ফেসবুকে ছবি অাপাই ক্যাপশান "ভালোবাসা টং দোকানে"। অামরা লিডারের পোষ্টের নিচে কমেন্ট করি "সহমত ভাই"।
অামাদের অারো কিছু প্রতিভা অাছে। ফেসবুকে মাইনষেরে পঁচানি দিয়া অালমের পঁচা সাবান বানায়া ফেলি। প্রেমে প্রত্যাখাত হইয়া সিগারেট টানি। রাজনৈতিক মিছিলে অশিক্ষিত ও বখাটে নেতার হয়ে ভাড়া খাটি।
অামাদের শত রকমের স্বপ্ন কিন্তু একটাও পূরণ হয়নি। অামাদের ব্যর্থ জীবনের অাহলাদ সাকি অাল হাসান,তামিম ইকবাল অার মুস্তাফিজকে দিয়ে পূরণ করতে চাই।কারন, অামাদের স্বপ্ন দেখার সাহস কেরে নেওয়া হয়েছে।
অামরা বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল অার্জেন্টিনার পতাকা টানাতে গিয়া মৃত্যুবরণ করি।পরীক্ষায় ফেল করলে অামরা কেউ কেউ অাত্নহত্যা কইরা বাচি। বাবা মায়ের ভালোবাসা পাওয়া মূলত জিপিএ এর উপর নির্ভর করতেছে এখন।
অামাদের চুপ থাকার অভ্যেসটা বড় বেশী। সৌদিফেরত নারী শ্রমিকদের গায়ে অাগুনের ছ্যাকা অার রেমিটেন্স খোঁর সচিব বলে সবই নাকি সাজানো গল্প। তখনও অামরা চুপ থাকি।
খাদ্যমন্ত্রী ফারুক খান বলে "কম করে খান" ঠিক তখনও অামরা চুপ থাকি। ক্রস ফায়ারের নামে বিচার বিভাগকে অসম্মানিত করা হয় ঠিক তখনও অামরা চুপ থাকি।
অামরা হলরুমে বসে বসে সুলায়মান সুখনের মোটিভেশান বক্তৃতা শুনি। অামারা টেকনোলোজিস এর সাফল্যের গল্প শুনি। জীবনে বড় হতে হবে পণ করি, খানিক পর ভুলে যাই। অামরা তালির ছন্দে ছন্দে "টেন মিনিট স্কুলের" টিউটোরিয়াল দেখি। তাতে শুধু রবি সিমের বিক্রি বাড়ে, হাজার জিবি ডাটা বিক্রি হয়।
অামাদের চিন্তাটা শুধু ভবিশ্যতের। কারণ অামাদের বর্তমান বলে কিছু নেই। ভবিষ্যত ভবিষ্যত করে তাও একদিন বর্তমান হয়ে যাবে অাজকের মত। অামাদের মূলত কোনো কালে কিছু ছিলোনা নাই থাকবেওনা। কারণ অামরা বড়ই অাত্নকেন্দ্রিক হয়ে গেছি।
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ২ টি