চাঁদকন্যা
চাঁদকন্যা শুনছো কি মোর হাঁক
তোমার আলায় ঝলসে গেছি
অন্তরে পড়েছে প্রেমের দাগ।
.
চাঁদকন্যা তুমি কেনো এ ভূলোকে
তুমি তো থাকবে দূলোকে,
হে চাঁদ কন্যা তুমি কিসে ভূলোক করছো ভ্রমা
তোমার মা চাঁদ রাণী করবে কি তোমায় ক্ষমা?
.
তোমার রূপের আলায় ঝলসে গেছে
অনেক যুবার কায়া,
লাজ- শরম নেই কি তোমার
কিসে বাড়াও মেকি মায়া।
.
বীতশ্রদ্ধ হয়ে যাবে তুমি ক্ষয়ে
তোমার মা চাঁদরাণী আছে সেই ভয়ে,
তোমার রূপের আলায়
অনেকে হয়েছে অন্ধ
তোমার পাবার আশে নিত্য মনুষ্য করছে দ্বন্দ্ব।
.
হে চাঁদকন্যা ফিরে যাও তোমার মা চাঁদরাণীর কাছে
তোমায় নিয়ে চিন্তায় বিভোর ঘুম নাহি তার আসে।
.
হে চাঁদ কন্যা হয়োও নাকো তুমি পামর
আমি তোমার পাবন্দ
বেঁচে থাকো হয়ে অমর।
.
হে চাঁদকন্যা অনেক তুমি পারঙ্গম
তোমার কাছে মামুলি আমি
নই তোমার সম।
.
হে চাঁদ কন্যা নিগূঢ় হয়ে থেক
মনুষ্য জাতির কাছে,
তোমার প্রেম পাবার আশে
অনেকে নিতুই যাচে।
.
হে চাঁদ কন্যা হয়োও নাকো গৃধিনী
নচেৎ এ ভুলোক হারিয়ে যাবে রাজত্ব করবে শনি,
জে চাঁদ কন্যা ফিরে যাও তোমার মা চাঁদকন্যার কাছে
তোমার অপেক্ষায় মাতোয়ারা হয়ে সে যে আছে?
ট্যাগ ও ট্রেন্ডঃ
তোমার আলায় ঝলসে গেছি
অন্তরে পড়েছে প্রেমের দাগ।
.
চাঁদকন্যা তুমি কেনো এ ভূলোকে
তুমি তো থাকবে দূলোকে,
হে চাঁদ কন্যা তুমি কিসে ভূলোক করছো ভ্রমা
তোমার মা চাঁদ রাণী করবে কি তোমায় ক্ষমা?
.
তোমার রূপের আলায় ঝলসে গেছে
অনেক যুবার কায়া,
লাজ- শরম নেই কি তোমার
কিসে বাড়াও মেকি মায়া।
.
বীতশ্রদ্ধ হয়ে যাবে তুমি ক্ষয়ে
তোমার মা চাঁদরাণী আছে সেই ভয়ে,
তোমার রূপের আলায়
অনেকে হয়েছে অন্ধ
তোমার পাবার আশে নিত্য মনুষ্য করছে দ্বন্দ্ব।
.
হে চাঁদকন্যা ফিরে যাও তোমার মা চাঁদরাণীর কাছে
তোমায় নিয়ে চিন্তায় বিভোর ঘুম নাহি তার আসে।
.
হে চাঁদ কন্যা হয়োও নাকো তুমি পামর
আমি তোমার পাবন্দ
বেঁচে থাকো হয়ে অমর।
.
হে চাঁদকন্যা অনেক তুমি পারঙ্গম
তোমার কাছে মামুলি আমি
নই তোমার সম।
.
হে চাঁদ কন্যা নিগূঢ় হয়ে থেক
মনুষ্য জাতির কাছে,
তোমার প্রেম পাবার আশে
অনেকে নিতুই যাচে।
.
হে চাঁদ কন্যা হয়োও নাকো গৃধিনী
নচেৎ এ ভুলোক হারিয়ে যাবে রাজত্ব করবে শনি,
জে চাঁদ কন্যা ফিরে যাও তোমার মা চাঁদকন্যার কাছে
তোমার অপেক্ষায় মাতোয়ারা হয়ে সে যে আছে?
ট্যাগ ও ট্রেন্ডঃ
কোন মন্তব্য নাই.