মনের সম্রাজ্ঞী
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার খান্ডবদাহনে পোড়াবে আমায়
আর কতবার প্রেমের চলোর্মি'তে পর্যুদস্ত করবে আমায়
আর কতবার চণ্ডী হয়ে চরমপত্র শোনাবে আমায়?
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
ফুল্ল ভালবাসা কে আর কতবার
অ্যাটম বোম নিক্ষেপ করবে
চাঁচাছোলা করে আর কতবার মনে
কষ্টের ছোপ ফেলবে।
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার প্রেমের গবাক্ষ
বন্ধ করে রাখবে
আর কতবার আমার চোক্ষে জাহ্নবী নদী সৃষ্টি করবে।
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার কষ্টের জিঞ্জির পড়াবে আমার পায়ে
আর কতবার জুগুপ্সা করবে আমার ভালবাসা কে।
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার আমায় ঘূর্ণার দৃষ্টিতে দেখবে
আর কতবার ট্রেসপাস করে ঢুকবো তোমার মনে।
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার ডিটেকটিভ
হয়ে থাকবো তোমার পিছে
আর কতবার উপহাস করে নামাবে আমায় নিচে।
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার হবো তোমার প্রেমের তন্তুবায়
যতবার ভালবাসা গাঁথি ততবার নষ্ট করো হায়!
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার জ্বালাবো প্রেমের বাতি
বার বার নিভে দাও
হয়ে যাও তম্রিসা'র সাথী।
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
তোমার ভালবাসার নিয়ে আর তন্ময় থাকবো নাকো
দিবো না তোমার কাছে ধন্যা।
ট্যাগ ও ট্রেন্ডঃ
হে যশোহর কন্যা,
আর কত বার খান্ডবদাহনে পোড়াবে আমায়
আর কতবার প্রেমের চলোর্মি'তে পর্যুদস্ত করবে আমায়
আর কতবার চণ্ডী হয়ে চরমপত্র শোনাবে আমায়?
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
ফুল্ল ভালবাসা কে আর কতবার
অ্যাটম বোম নিক্ষেপ করবে
চাঁচাছোলা করে আর কতবার মনে
কষ্টের ছোপ ফেলবে।
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার প্রেমের গবাক্ষ
বন্ধ করে রাখবে
আর কতবার আমার চোক্ষে জাহ্নবী নদী সৃষ্টি করবে।
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার কষ্টের জিঞ্জির পড়াবে আমার পায়ে
আর কতবার জুগুপ্সা করবে আমার ভালবাসা কে।
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার আমায় ঘূর্ণার দৃষ্টিতে দেখবে
আর কতবার ট্রেসপাস করে ঢুকবো তোমার মনে।
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার ডিটেকটিভ
হয়ে থাকবো তোমার পিছে
আর কতবার উপহাস করে নামাবে আমায় নিচে।
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার হবো তোমার প্রেমের তন্তুবায়
যতবার ভালবাসা গাঁথি ততবার নষ্ট করো হায়!
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
আর কত বার জ্বালাবো প্রেমের বাতি
বার বার নিভে দাও
হয়ে যাও তম্রিসা'র সাথী।
.
হে আমার মনের সম্রাজ্ঞী কবিতা
হে যশোহর কন্যা,
তোমার ভালবাসার নিয়ে আর তন্ময় থাকবো নাকো
দিবো না তোমার কাছে ধন্যা।
ট্যাগ ও ট্রেন্ডঃ
মন্তব্য: ৭ টি
১৯ এপ্রিল ’১৮ সকাল ০৯:২৩
আর কত বার হবো তোমার প্রেমের তন্তুবায়
যতবার ভালবাসা গাঁথি ততবার নষ্ট করো হায়!
১৯ এপ্রিল ’১৮ রাত ০২:১৭
আপনি সম্ভবত মোবাইল থেকে পোস্ট করেন। আমি ল্যাপটপ থেকে ব্যবহার করি তাই সমস্যা হয় না।
১৯ এপ্রিল ’১৮ রাত ০২:১৯
http://www.blogekattor.com/feedback
এই লিংকে কর্তৃপক্ষকে জানাতে পারেন